লং জার্নিতে আর বাধা হবেনা ইন্টারনেট! ডেটা ছাড়াই দেখুন এই ৫ ব্লকব্লাস্টার সিনেমা, জানুন কীভাবে

বাংলা হান্ট ডেস্ক : সামনেই ভারতীয়দের অন্যতম প্রিয় উৎসব ‘হোলি’। এই সময়টা সকলেই নিজের নিজের পরিবারের সাথে থাকতে পছন্দ করে। যারা কর্মসূত্রে বাইরে থাকেন তারাও বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এমন পরিস্থিতিতে সমস্যা হয়ে দাঁড়ায় দীর্ঘ যাত্রাপথ। বাড়ি তো আসছেন বটে, তবে পথের এই সময়টুকু বোর না হয়ে কীভাবে কাটাবেন? কারণ বিনোদনের (Entertainment) জন্য মুভি বা ওয়েব সিরিজ (Web Series) দেখতে চাইলেও লেগেই থাকে ইন্টারনেটের সমস্যা। তবে জনেন কি এমন কিছু ব্লকবাস্টার মুভি রয়েছে যা আপনারা ইন্টারনেট (Internet) ছাড়াই দেখতে পারবেন। তবে প্রশ্ন হচ্ছে ‘কীভাবে’? আসুন সেটাই জানাই আজকের প্রতিবেদনে।

হনুমান (Hanuman) : তালিকার প্রথম নামটি হল সাউথ ইন্ডিয়ান ব্লকব্লাস্টার ‘হনুমান’। ছবিটি Zee5-এ মুক্তি পেয়েছে। এছাড়াও ছবিটি আপনি জিও সিনেমাতেও দেখতে পাবেন। এটি এখনও পর্যন্ত ২০২৪ সালের সর্বোচ্চ আয়করী চলচ্চিত্র হয়ে উঠেছে।

ডাঙ্কি (Dunki) : বলিউড বাদশা শাহরুখ খানের ‘ডাঙ্কি’ বক্স অফিসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বর্তমানে এই ছবিটি Netflix এ উপলব্ধ। কমেডি ড্রামা ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এ ছবির গল্পও লিখেছেন তিনি।

সালার (Salaar) : প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ফিল্ম ‘সালার’ দারুণ ফল করেছে। দর্শকরা ব্যাপক ভালোবাসা দিয়েছেন। সময় কাটানোর জন্য এই মুভিটিও একটি ভালো অপশন।

অ্যানিম্যাল (Animal) : রণবীর কাপুর অভিনীত এই ছবিটিও ব্যাপক ফল করেছিল বক্স অফিসে। কেবল ভারতীয় বাজারেই এই ছবির আয় ছিল ৫৫০ কোটি। যেখানে বিশ্বব্যাপী ছবির আয় ছিল ৯০০ কোটি টাকা। ছবিটি আপনি পেয়ে যাবেন Netflix-এ।

12 ফেইল : ভালো গল্প দেখতে চাইলে অবশ্যই দেখুন 12 ফেইল। বিনোদ চোপড়া পরিচালিত এই ছবি প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে। ২০ কোটির বাজেটের এই ছবির আয় ছিল ৬২ কোটি টাকা। ছবিটি ডিজনি হটস্টারে উপলব্ধ।

এখন প্রশ্ন হল, ইন্টারনেট ছাড়া এই ছবিগুলি আপনি কীভাবে দেখতে পারবেন? পদ্ধতিটি খুব সহজ। ছবিগুলি যে প্লাটফর্মে উপলব্ধ আপনি সেখানে ডাউনলোড করে নিন। এরপর আপনি এটি যেকোনও সময় যেকোনও জায়গায় দেখতে পারবেনা। একবার ছবিটি ডাউনলোড হয়ে গেলে আপনি কোনও বাফারিং সমস্যার মুখোমুখি হবেননা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর