৮.১৫% সুদ মিলছে PF-এ! কত টাকা বেশী ঢুকবে আপনার অ্যাকাউন্টে? জেনে নিন সেই হিসাব

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি সুদের হার বৃদ্ধি হয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (EPFO)। সোমবার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদের হার বৃদ্ধি করা হয়েছে ০.০৫%। বিজ্ঞপ্তি অনুযায়ী, PF অ্যাকাউন্টে জমা টাকার উপর সুদের হার ০.০৫% বৃদ্ধি করে ৮.১০% থেকে ৮.১৫% করা হয়েছে।

চলতি বছরের আগস্ট মাসের মধ্যে বর্ধিত সুদের হার পৌঁছে যাবে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে। EPFO এর প্রায় ৬.৫ কোটি গ্রাহক বর্ধিত হারে সুদ পাবেন। EPFO এর নিয়ম অনুযায়ী, কর্মচারীদের ১২ শতাংশ বেস পে ও ডিএ জমা হয় পিএফ একাউন্টে। এর উপর সংশ্লিষ্ট সংস্থাও একই পরিমাণ অর্থাৎ ১২ শতাংশ জমা করে কর্মচারীর পিএফ অ্যাকাউন্টে।

EPF অ্যাকাউন্টে যায় ৩.৬৭% ও পেনশন স্কিমে যায় বাকি ৮.৩৩%। কত টাকা লাভ হবে গ্রাহকের? যদি কোনও গ্রাহকের ২০২৩ সালের ৩১ শে মার্চ পর্যন্ত ১০ লক্ষ টাকা জমা থাকে তাহলে ৮.১০% হারে পেতেন ৮১ হাজার টাকা সুদ। সরকারের নতুন সুদের হার প্রযোজ্য হলে অর্থাৎ ৮.১৫% সুদের হারে ১০ লক্ষ টাকার উপর গ্রাহকরা পেয়ে যাবেন ৮১ হাজার ৫০০ টাকা।

NKV EPFO PF provident fund

যদি কোনো গ্রাহকের ১০ লক্ষ টাকা জমা থাকে তাহলে সরাসরি অতিরিক্ত ৫০০ টাকা লাভ হবে তার। ঘরে বসেই আপনারা পিএফ ব্যালেন্স চেক করতে পারেন খুব সহজে। Umang অ্যাপ, ওয়েবসাইট বা আপনার মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে জানতে পারেন পিএফ ব্যালেন্স। https://passbook.epfindia.gov.in/ – এই ওয়েবসাইটে গিয়েও আপনি আপনার পাসবুক চেক করতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর