রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে রাজভবনে গেলেন সৌরভ গাঙ্গুলি, রাজনীতিতে যোগ নিয়ে বাড়ল জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে নতুন রাজনৈতিক সমীকরণ দেখতে চলেছে বাংলা? আজ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাৎ করে জল্পনা বাড়ালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাহলে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কি এবার রাজনৈতিক মহলে দাদাগিরি দেখাতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? এর আগেও অনেকবার সৌরভের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে নানান জল্পনা উঠেছিল। আর আজকে রাজ্যপালের সাথে সৌজন্য সাক্ষাৎ সেই জল্পনার আগুনে ঘি ঢালার কাজ করল।

Sourav Ganguly AP Photo 1

যদিও রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এখনো পর্যন্ত মুখ খোলেন নি। আরেকদিকে, বিজেপির শীর্ষ নেতৃত্বরাও এই নিয়ে কিছু জানান নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভিতরে ভিতরে অনেক কিছুই চলতে পারে, তবে এটা ভোটের আগে প্রকাশ্যে আসবে না। কিছুদিন আগে অমিত শাহ বঙ্গ সফরে এসে বলেছিলেন যে, বাংলার ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী হবেন। ওনার এই বক্তব্যের পর সৌরভের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা আরও বেড়ে যায়।

বিজেপির মহিলা মোর্চা দ্বারা আয়োজিত দুর্গা পুজোর অনুষ্ঠানে সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল। সেই সময়ও সৌরভের রাজনীতিতে যাওয়া নিয়ে জল্পনা উঠেছিল। যদিও এই বিষয়ে মুখ খোলেন নি মহারাজ। আরেকদিকে, তিনি আবার বিষয়টি পুরোপুরি উড়িয়েও দেন নি। আজ রাজভবনে সাড়ে চারটে নাগাদ রাজ্যপালের সাথে সাক্ষাৎ করার কথা ছিল মহারাজের। তিনি নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছে যান।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর