শামিকে এশিয়া কাপের দলে জায়গা না দেওয়ায় ক্ষুব্ধ এই প্রাক্তন ভারতীয় তারকা দুষছেন নির্বাচকদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের এশিয়া কাপ প্রতিযোগিতার জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। চোটের জন্য সেই হাইভোল্টেজ প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন যশপ্রীত বুমরা। তাকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়না ভারতীয় দল। ফলে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে রিহ্যাব সেরে একেবারে সুস্থ হয়ে বিশ্বকাপের আগে তাকে দলে ফেরানোর পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে শেষবার মাঠে নেমেছিলেন ভারতের তারকা পেসার।

সম্প্রতি ঘোষিত এশিয়া কাপের স্কোয়াড যশপ্রীত বুমরার জায়গা নিয়েছেন তরুণ ভারতীয় পেসার আবেশ খান। আইপিএলে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন। তো ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে প্রথমে নিজের যোগ্যতা অনুযায়ী পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তার ওপর ভরসা হারায়নি ভারতীয় ম্যানেজমেন্ট এবং রোহিত শর্মা। তাকে ক্রমাগত সুযোগ দিয়ে গেছেন। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ দিকের ম্যাচগুলোতে তিনি নিজের যোগ্যতা অবশেষে প্রমাণ করেছেন।

avesh team india

কিন্তু আবেশ খানের জায়গা পাওয়া নিয়ে অনেকেই খুশি নন। অনেকেরই মতে, ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিং-এর সঙ্গে জায়গা পাওয়া উচিত ছিল তারকা ভারতীয় পেসার মহম্মদ সামির। এই নিয়ে বিশেষ করে সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকারের কাজ করা আকাশ চোপড়া। আইপিএল ২০২২-এ ১৬ ম্যাচ খেলে ২৪.৪০ গড়ে ২০ উইকেট নেওয়ার পরেও কিকরে তারকা পেসার জায়গা পাননি সেই নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

aakash chopra 1

আকাশ চোপড়া বিস্ময় প্রকাশ করে বলেছেন, “দল নির্বাচন করার সময় কি গত আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা এবং ওয়ান ডে ম্যাচ গুলিতেও দুর্দান্ত পারফরম্যান্স করা শামির নাম নির্বাচকদের মাথায় একবারের জন্যও আসেনি! এই সিদ্ধান্ত খুবই আশ্চর্যজনক এবং হতাশাজনক। আমাকে যদি দল বাছাই করতে দেওয়া হতো তাহলে আমি নির্দ্বিধায় আবেশ খানের জায়গায় মহম্মদ শামিকেই ভারতীয় দলে রাখতাম এবং তাতে আখেরে ভারতীয় দলেরই লাভ হতো। আবেশ খান প্রতিভাবান, সেই নিয়ে তাতে সন্দেহ নেই কিন্তু এই জাতীয় হাইভোল্টেজ টুর্নামেন্টের শামিকে অবজ্ঞা করাটা ঠিক হয়নি।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর