মাত্র ১০ হাজার টাকাতেই মিলবে ১৬ লক্ষ টাকা, বাম্পার স্কিম পোস্ট অফিসের

বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের জন্য এবার দুর্দান্ত একটি স্কিম আনতে চলেছে ভারতীয় পোস্ট অফিস। স্বল্প বিনিয়োগ এবং ভালো রিটার্নের পাশাপাশি কোনো ঝুঁকি ছাড়াই এই স্কিমে রয়েছে একাধিক সুবিধা। যে সমস্ত গ্রাহকেরা পোস্ট অফিসের ছোট ছোট সঞ্চয়ের স্কিমগুলি ব্যবহার করে আসছেন তাঁদের জন্য এই স্কিমটি অন্যতম বিকল্প হতে চলেছে। পাশাপাশি, যারা নতুন করে পোস্ট অফিসে ঝুঁকি ছাড়া ভালো রিটার্নের স্কিম চান তারাও খুব সহজে এটি নিতে পারেন।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (RD) এখন বিনিয়োগের একটি অন্যতম মাধ্যম। RD ডিপোজিট অ্যাকাউন্ট হল একটি সরকারি গ্যারান্টিযুক্ত স্কিম, যাতে ভাল সুদের হারে অল্প পরিমাণ কিস্তি জমা হতে থাকে। পাশাপাশি, মাত্র ১০০ টাকার বিনিময়েও গ্রাহকেরা বিনিয়োগ শুরু করতে পারেন। তবে, সর্বোচ্চ বিনিয়োগের ক্ষেত্রে কোনো সীমা নির্ধারণ করা হয়নি।

RD স্কিমের অ্যাকাউন্ট পোস্ট অফিসে পাঁচ বছরের জন্য খোলা হয়। পাশাপাশি, এই স্কিমে ৫.৮% হারে সুদ পাওয়া যায়। সুদের এই নতুন হার গত ১ এপ্রিল ২০২০ থেকে প্রযোজ্য হয়েছে। সাধারণ পরিসংখ্যান অনুযায়ী, আপনি যদি ১০ বছরের জন্য পোস্ট অফিসের RD স্কিমে প্রতি মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে ১০ বছর পরে আপনি ৫.৮% হারে ১৬ লক্ষ ২৮ হাজার টাকারও বেশি ফেরত পেতে পারেন।

IMG 20211227 160759

তবে, এই স্কিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনে রাখতে হবে। এই অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা রাখতে হবে। পাশাপাশি, টাকা জমা না দিলে প্রতি মাসে এক শতাংশ করে জরিমানাও দিতে হবে। এমনকি, ৪ টি কিস্তি দিতে না পারলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এদিকে, বিনিয়োগের পরিমাণের উপর TDS চার্জ লাগু হতে থাকে। যদি, বিনিয়োগের পরিমাণ ৪০,০০০ টাকার বেশি হয়, সেক্ষেত্রে ১০% হারে কর ধার্য করা হয়। তবে, যেসকল বিনিয়োগকারী করের আওতাভুক্ত নন, তাঁরা 15G-র মাধ্যমে TDS ছাড় দাবি করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর