সস্তায় ঘুরে আসুন আন্দামান, বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে এল IRCTC

বাংলা হান্ট ডেস্ক : পায়ের তলায় সর্ষে বাঙালির কাছে ঘুরতে যাওয়াটা জীবনের অন্যতম প্রধান কাজ। আর এই ঝমঝমে বর্ষায় কোথাও একটা ঘুরতে না গেলে হয়। বর্ষাতেই তো প্রকৃতির সৌন্দর্য আরো বেশি খোলতাই হয়। এমতাবস্থায় ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? তাহলে বলি, IRCTC আপনার এই কাজটি আরো সহজ করে দিয়েছে। কারণ IRCTC নিয়ে এল আন্দামান ট্যুর প্যাকেজ (IRCTC Andaman Tour Package)।

আন্দামান, ভারতের একটি জায়গা যেখানে রয়েছে সৃষ্টির সমস্ত সৌন্দর্য। যতদূর চোখ যায় ততদূর কেবল নীল জলরাশি আর তার পাড় ঘিরে সাদা বালির সমাহার। এক অদ্ভুত সুন্দর দৃশ্য এটি। বিশেষ করে হানিমুন কাপলদের কাছে তো পৃথিবীর স্বর্গ এই স্থান। তবে আপনি যদি বন্ধু বা পরিবারের সাথে এখানে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে IRCTC আপনার জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত ট্যুর প্যাকেজ।

প্যাকেজের নাম : এলটিসি স্পেশাল অ্যামেজিং আন্দামান এক্স ভুবনেশ্বর (LTC SPECIAL AMAZING ANDAMAN EX BHUBANESWAR)

প্যাকেজ সময়কাল : ৬ রাত এবং ৭ দিন।

ভ্রমণ মোড : ফ্লাইট।

গন্তব্য কভারড : হ্যাভলক, পোর্ট ব্লেয়ার।

ভ্রমণ শুরুর সময় : ১৮ অক্টোবর ২০২৩

কী কী সুবিধা রয়েছে এই প্যাকেজে :

1. থাকার জন্য হোটেল সুবিধা পাওয়া যাবে।

2. খাবার সুবিধা পাওয়া যাবে।

3. আপনি ভ্রমণ বীমা সুবিধাও পাবেন।

andaman (1)

যাত্রার জন্য কত টাকা লাগবে : আপনি যদি এই ট্রিপে একা ভ্রমণ করেন তাহলে আপনাকে ৮৫,৫৪০ টাকা দিতে হবে। দুজনের জন্য লাগবে জনপ্রতি ৬৯,১০০ টাকা। আর তিনজনের জন্য লাগবে জনপ্রতি ৬৭, ৫৩০ টাকা। সঙ্গে বাচ্চা থাকলে তাদের জন্যেও আলাদা টাকা দিতে হবে। ৫ থেকে ১১ বছরের বাচ্চার জন্য ৬০,৬৯৫ টাকা দিতে হবে।

সম্প্রতি IRCTC এই ট্যুর প্যাকেজ সম্পর্কে তথ্য দিয়ে একটি টুইট শেয়ার করেছে। যেখানে বলা হয়েছে যে আপনি যদি আন্দামানের সুন্দর দৃশ্য দেখতে চান, তাহলে আপনি IRCTC-এর এই চমৎকার ট্যুর প্যাকেজের সুবিধা নিতে পারেন।

এভাবে বুকিং করতে পারেন : আপনি IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ট্যুর প্যাকেজের জন্য বুক করতে পারেন। এছাড়াও, IRCTC ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার, জোনাল অফিস এবং আঞ্চলিক অফিসগুলির মাধ্যমেও বুকিং করা যেতে পারে। প্যাকেজ সম্পর্কিত আরও তথ্যের জন্য, আপনি IRCTC অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর