‘শাস্ত্রের নামে পন্ডিতদের একাংশ মিথ্যা বলছে!” বিস্ফোরক মন্তব্য মোহন ভাগবতের

বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) এবার ভিন্ন মতামত পোষণ করলেন ধর্ম,শাস্ত্র, ভগবান নিয়ে। মোহন ভাগবত মুম্বাইয়ের রবীন্দ্র নাট্য মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রবিবার। সেখানেই তিনি মতামত প্রকাশ করেন বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত কয়েকটি বিষয় নিয়ে। শাস্ত্র বিশেষজ্ঞদের একাংশও ছিলেন তার নিশানায়।

প্রসঙ্গত উল্লেখ্য, সন্তন শিরোমনি রোহিদাসের ৬৪৭ তম জন্মদিবসের অনুষ্ঠানে রবিবার প্রধান অতিথি ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই অনুষ্ঠানেই তার গলায় শোনা গেল মানবতার কথা, সাম্যের কথা, সর্ব ধর্ম সমন্বয়ের কথা। সর্বদা হিন্দুত্বের হয়ে সওয়াল করা মোহনের এই বক্তব্যকে ওয়াকিবহুল মহল ব্যতিক্রমী বলে চিহ্নিত করছেন। কেউ কেউ বলছেন এগুলি হল সঙ্ঘ প্রধানের কৌশলী চাল।

তিনি বলেন,”অনেক পন্ডিত শাস্ত্রে নামে যা বলেন তা আসলে মিথ্যা। সকলেই মানুষ ভগবানের সামনে। ভগবান ভেদাভেদ করেননি জাতি – ধর্মে। পুরোহিতরা তা করেছেন।” এদিনের বক্তব্যে আরএসএস প্রধান তুলসী দাস, কবিরদের মত ধর্মগুরুদের নামও নেন। তাঁদের সঙ্গে একাসনে সন্ত শিরোমনি রোহিদাসকে বসিয়ে ভাগবত বলেন, ”তিনি শাস্ত্রপাঠে ব্রাহ্মণদের মতো কৌলিন্য থেকে বঞ্চিত, কিন্তু তাঁর সহজ-সরল কথা, ভাষণ বহু মানুষের হৃদয় ছুঁয়েছিল।

পাশাপাশি, সঙ্ঘপ্রধানের সংযোজন, তাঁরাই মানুষে মানুষে জাতি-ধর্ম-বর্ণ ভাগাভাগি করেন। জাতিভেদ প্রথা আমাদের বিপথে চালিত করে। আর যা এমন বিভ্রম তৈরি করে, তা দূরে সরিয়ে রাখাই ভাল।” তিনি আরোও বলেন, ”প্রত্যেকের উচিত, অন্যের ধর্মকে আঘাত নিজের ধর্ম পালনে মনোযোগী হওয়া। সেই কাজটুকু করলেই সমাজের ভাল হবে। মানবসমাজ একত্রিত হবে।”

তিনি শাস্ত্র বিশেষজ্ঞদের নিশানা করে বলেন,”সব মানুষেরই ক্ষমতা, সম্মান এক। কোন প্রভেদ নেই কারোর সাথে কারোর। অনেক পন্ডিত আছেন যারা শাস্ত্রের নামে মিথ্যা বলে থাকেন। প্রত্যেকের উচিত অন্যের ধর্মকে আঘাত না দিয়ে নিজের ধর্ম পালনে মনোযোগী হওয়া। এর ফলে একত্রিত হবে মানব সমাজ।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর