জঙ্গলমহলে বাড়তি নিরাপত্তা, বুথে বুথে থাকবে বিপুল ফোর্স! নির্বাচনের পরেও থাকবে বাহিনী

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পরে সংঘর্ষ হওয়ার আশঙ্কায় মোতেয়ন থাকবে ৫ কোম্পানি বাহিনী। ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের নির্বাচনের পরও কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। সেইসঙ্গে প্রতিটি বুথে থাকবে এক সেকসন বা ৮ জন করে জওয়ান।

নির্বাচনের পূর্বেই বাংলায় উপস্থিত হয়েছে কেন্দ্রীয় সশস্ত্রবাহিনী। নির্বাচন প্রাক প্রস্তুতি সারতে বিভিন্ন এলাকায় রুট মার্চও করছে কেন্দ্রীয় বাহিনী। একুশের বিধানসভা নির্বাচনের প্রায় সব দায়িত্বেই রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। এবার আর রাজ্যপুলিশ কোনভাবেই থাকতে পারবে না বুথের ১০০ মিটারের মধ্যে। থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়ানো হয়েছে দ্বিগুণ। এই টিমে থাকবেন একজন করে রাজ্য পুলিশের অফিসার। নির্বাচনের আগে এবং পরে ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাস্তায় ডিউটিরত অবস্থায় থাকতে পারবেন না সিভিক পুলিশ বা গ্রিন পুলিশও।

1613830625 cisf

ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের এক একটি বুথের জন্য থাকবেন ৪ জন করে জওয়ান। ২ থেকে ৪ টি বুথের জন্য থাকবেন ৮ জন জওয়ান। অন্যদিকে ৫-৮ টি বুথের জন্য ১২ জন এবং ৯-১৫ টি বুথের ক্ষেত্রে ১৬ জন করে জওয়ান মোতায়েন থাকবে।

পুলিশ সুপার ও জেলাশাসকরা এক কোম্পানি বাহিনী এবং সেক্টর অফিসার হাফ সেকশন বাহিনী পাবেন। প্রতি ১ কোম্পানি বাহিনীতে ৭২ জন করে জওয়ান থাকেন। ৯টি সেক্টরে এই বাহিনীকে ভাগ করে ৮ টি সেক্টরকে ৮ টি পোলিং স্টেশনে পাঠাতে হবে। নির্বাচনের পরবর্তী পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, তা সামাল দেওয়ার জন্য মোতায়েন করা হবে ৫ কোম্পানি বাহিনী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর