‘আমার মুক্তি আলোয় আলোয়…’ SSKM থেকে ছাড়া পাবার আনন্দে সুরেলা লাইভ মদন মিত্রের

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মদন মিত্র (Madan Mitra)। ফেসবুক লাইভে একথা নিজের মুখেই গান গেয়ে শোনালেন খোদ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এমনকি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আলমবাজারে পুজো দিতে যাবেন বলেও জানালেন তিনি।

হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়ে শনিবার দিন অনেকটাই খোশ মেজাজে দেখা গেল মদন মিত্রকে। সরাসরি ফেসবুক লাইভে চলে এলেন জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব মদন মিত্র। শুধু তাই নয়, লাইভে এসে অনুগামীদের সঙ্গে কথা বলার পাশাপাশি গানও গাইলেন মদন মিত্র।

https://www.facebook.com/MadanMitraofficial/videos/1375215416186944

তিনি জানান, আদালতের নির্দেশে কারও সঙ্গে কথা বলতে পারবেন না বলেই, ফেসবুক লাইভে এসে নিজের সঙ্গেই কথা বললেন তিনি। লাইভে এসে বললেন, ‘আমি মুক্ত। ভারতবর্ষের ১৩০ কোটি মানুষের মত আমিও একজন সাধারণ নাগরিক’। শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিচার ব্যবস্থার প্রতি। তাঁকে দ্রুত সুস্থ করে তোলার জন্য এসএসকেএম-এর চিকিৎসকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁর বিপদের সময় অনুরাগীদের পাশে থাকার জন্যও ধন্যবাদ জানালেন মদন মিত্র। সেইসঙ্গে কথা বলতে বলতেই গেয়ে উঠলেন, ‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়..’।

নারদ মামলায় রাজ্যের ৪ হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। তাঁদের গ্রেফতারির পরবর্তীতে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও নিজাম প্যালেসে হাজির হয়ে তাঁকে গ্রেফতারের দাবি তোলেন। এরপর বিচারে তাঁদের জেল হেফাজত হওয়ায় অসুস্থ হয়ে পড়েন এই ৪ হেভিওয়েট নেতৃত্বরা।

পরবর্তীতে নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে আদালতে শনিবার ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পান এই চার হেভিওয়েট। আর জামিন পেয়েই লাইভে এসে নিজের আনন্দের কথা শেয়ার করেন অনুগামীদের সঙ্গে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর