ভারতে বন্ধ হবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম? সরকারের দেওয়া গাইডলাইনের সময়সীমা আজই শেষ

বাংলাহান্ট ডেস্কঃ স্যোশাল মিডিয়ায় (social media) অপপ্রয়োগের উপর রাশ টানতে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম বন্ধ করার পথে কেন্দ্র সরকার! আজই শেষ হচ্ছে নির্দিষ্ট সময়সীমার অন্তিম দিন। তাহলে কি এবার ভারতে (india) বন্ধ হয়ে যাবে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম? প্রশ্নের মুখে কর্তৃপক্ষ।

সোশাল মিডিয়ার অপপ্রয়োগ বন্ধ করতে গত ২৫ শে ফেব্রুয়ারি একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র সরকার। সেখানে বলা হয়েছিল, আগামী ৩ মাসের মধ্যে অর্থাৎ ২৫ শে মে’র মধ্যে এই বিষয়ে কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত না জানাতে পারলে, সরকারকেই কড়া পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে বাজেয়াপ্তও ঘোষণা করা হতে পারে।

social media apps 2 shutterstock 650 e1576686057538

আরও বলা হয়েছিল, তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারা অনুযায়ী স্যোশাল মিডিয়া আপত্তিকর বিষয় পোস্ট করার অপরাধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাপ বাজেয়াপ্ত ঘোষণা করা হতে পারে।

কেন্দ্রের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, এবার থেকে কোন ব্যক্তি বা কোন সংস্থা স্যোশাল মিডিয়ায় কোন আপত্তিজনক পোস্ট করলে, সেই পোস্টদাতা ও সংশ্লিষ্ট মাধ্যমকে আদালতে পেশ করতে হবে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মগুলির উপরও ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করার বিষয়েও বলা হয়েছিল। সেই কারণে, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এবং রবিশঙ্কর প্রসাদ এক বৈঠক করে নিয়া গাইড লাইনের বিষয়েও জানিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, একটি সংশ্লিষ্ট বিভাগ রাখতে হবে সেখানে স্যোশাল প্ল্যাটফর্মের সমস্ত অভিযোগ জানানো হবে। শুধু তাই নয় অভিযোগ পাওয়ার ৭২ ঘন্টার মধ্যেই ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর