দেশব্যাপী চলছে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের রমরমা, তালিকা প্রকাশ করল ইউজিসি

বাংলা হান্ট ডেস্ক: বাইরের রাজ্যে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বর্তমান ছাত্র ছাত্রীদের কাছে একটি সাধারন ব্যাপার। এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বিপুল খরচা করেই পড়তে হয় ছাত্র ছাত্রীদের। কিন্তু এক নতুন ভয়ের উদ্ভব হয়েছে সম্প্রতি, যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিচ্ছে ছাত্রছাত্রীরা, সে ডিগ্রি আসল তো? বড় এক প্রশ্নের মুখে পড়েছে সকলে। এরকম প্রশ্নের যথেষ্ট যথাযথ কারণ রয়েছে, ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন দেশব্যাপী নিয়মিত চলতে থাকা ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। এমনকি পশ্চিমবঙ্গেও রয়েছে এমন ২টি বিশ্ববিদ্যালয়, যেগুলি ভুয়ো ডিগ্রী সম্প্রচারে সক্ষম।

দেশব্যাপী চলতে থাকা এই ভুয়ো বিশ্ববিদ্যালয় গুলি সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশে। দেশজুড়ে ছড়িয়ে থাকা ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮টিই আদিত্যনাথের রাজ্যে। ৭টি বিশ্ববিদ্যালয় রয়েছে রাজধানী দিল্লিতে। ২টি রয়েছে পশ্চিমবঙ্গে, ওড়িশায় ২ এবং ১টি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র ও পুদুচেরিতে।

দেখে নিন বিভিন্ন রাজ্যে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা-

দিল্লিতে অবস্থিত ভুয়ো বিশ্ববিদ্যালয়- কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ। ইউনাইটেড নেশনস উইনিভার্সিটি, দিল্লি। ভোকেশনাল ইউনির্ভাসিটি, দিল্লি। এডিআর-সেন্ট্রাল জুরিডিক্যাল ইউনিভার্সিটি, দিল্লি। ইন্ডিয়ান ইনস্টিটিউশন অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নয়া দিল্লি। বিশ্বকর্মা ওপেন ইউনির্ভাসিট ফর সেলফ এমপ্লয়মেন্ট। আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, দিল্লি।

উত্তরপ্রদেশে অবস্থিত ভুয়ো বিশ্ববিদ্যালয়- বর্ণসেরা সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসী। মহিলা গ্রাম বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, প্রয়াগরাজ। ন্যাশানাল ইউনিভার্সিটি অব ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর। গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগরাজ। নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি, আলিগড়। উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মথুরা। মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্বিবদ্যালয়, প্রতাপগড়। ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা।

কেরলে অবস্থিত ভুয়ো বিশ্ববিদ্যালয়- সেন্ট জোনস বিশ্ববিদ্যালয়।

মহারাষ্ট্র- রাজা এরাবিক ইউনিভার্সিটি নাগপুর।

পশ্চিমবঙ্গ- ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন, কলকাতা। ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ঠাকুরপুকুর, কলকাতা।

ওড়িশা- নবভারত শিক্ষা পরিষদ, অন্নপূর্ণা ভবন। নর্থ ওড়িশা ইউনির্ভাসিটি অব এগরিকালচার অ্যান্ট টেকনোলডি, বারিপোদা।

পুদুচেরি- শ্রী বোধি অ্যাকাডেমি অব হায়ার এডুকেশন, পুদুচেরি।

Avatar
Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর