কৃষক সরকার বৈঠকঃ কৃষকদের প্রস্তাবের উপর নেওয়া হলো বড় সিদ্ধান্ত

বাংলাহান্ট ডেস্কঃ কৃষি বিলের (Agriculture Bill) প্রতিবাদে কৃষকরা আন্দোলনে নেমেছেন। কৃষকদের সঙ্গে মঙ্গলবার কেন্দ্র সরকারের একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার (Narendra Singh Tomar), রেলপথ ও বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ। সেইসঙ্গে উপস্থিত ছিলেন ৩৫ টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা। প্রায় ২ ঘণ্টা ধরে তাদের মধ্যে বৈঠক চলে।

কৃষকদের দাবি
বৈঠকে অংশ নেওয়া কৃষকদের দাবি ছিল- কেন্দ্র সরকারের কৃষি বিল সম্পর্কিত ৩ টি বিল কৃষক সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে। এই তিনটি আইন অবিলম্বে বালিত করা উচিত। আমরা এই আন্দোলন চালিয়েই যাব, যতক্ষণ না পর্যন্ত সরকার এই আইন সংক্রান্ত কোন সিদ্ধান্ত নিচ্ছেন।

zira 1 1601018713

কৃষকদের দাবি- এই আইন কৃষকদের মঙ্গলের জন্য নয়, অমঙ্গলের জন্য। এই আইনে এমএসপি এবং ম্যান্ডি শেষ হয়ে যাবে। এটা সম্পূর্ণ কৃষকদের বিরুদ্ধে।

সরকার পক্ষের প্রস্তাব
কৃষক প্রতিনিধিদের এই কথার পরিপ্রেক্ষিতে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে- কেন্দ্র সরকারের প্রস্তাবিত ৩ টি বিল কখনই কৃষকদের স্বার্থের বিরুদ্ধে নয়। তাও যদি কৃষকদের এই আইনের বিষয়ে কোন কিছু সমস্যা থাকে, তাহলে পরবর্তী সভায় তারা সমস্ত বিষয়গুলো লিখিতভাবে জানাতে পারে, আমরা আলোচনা করব। পাশাপাশি সরকার একটি কমিটি গঠনের কথাও বলেছে- যেখানে কৃষকদের ৫/৬ জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা এবং কৃষি বিশেষজ্ঞও থাকবে।

৩ রা ডিসেম্বর দ্বিতীয় বৈঠক
কৃষকদের সঙ্গে সরকার পক্ষের এই বৈঠক আবারও আগামী ৩ রা ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। সেই বৈঠকে কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করে আনার বিষয়ে বলা হয়েছে। কিন্তু এদিকে বিভিন্ন দিকে দিকে কৃষকদের আন্দোলন ছড়িয়ে পড়ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর