গরিব ভেবে অপমান করেছিল সেলসম্যান, মুহূর্তের মধ্যেই ১০ লক্ষ টাকা এনে যোগ্য জবাব দিলেন কৃষক

বাংলাহান্ট ডেস্ক : যেন এক্কেবারে সিনেমা! তবে এবার ‘রিয়েল লাইফেই’ ‘রিল লাইফের’ দৃশ্য চাক্ষুস করল কর্ণাটকবাসী।গত শুক্রবার কর্ণাটকের টুমাকুরুর একটি গাড়ির শোরুমে গাড়ি দেখতে গিয়েছিলেন কৃষক কেম্পেগৌড়া। একতি বোলেরো পিক আপ ভ্যান কেনার ইচ্ছে নিয়েই শোরুমটিতে যান তিনি। কিন্তু শোরুমে যাওয়ার পর গাড়ির বদলে একরাশ অপমান নিয়ে ফিরতে হয় তাঁকে।

তিনি ওই নির্দিষ্ট গাড়িটি দেখতে চাইলে এক সেলসম্যান তাঁকে অপমান করে বলেন, ‘১০ লক্ষ টাকার গাড়ি কিনবে, পকেটে ১০ টাকা আছে?’ এরপর এই ঘটনা নিয়ে বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা চলে দুজনের। শেষমেষ এক ঘন্টার মধ্যে ১০ লক্ষ টাকা নিয়ে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে শোরুম ছাড়েন কেম্পেগৌড়া। তাঁর এহেন চ্যালেঞ্জে বিশ্বাস করা তো দূর, তাচ্ছিল্যের হাসিই হাসতে দেখা গেছিল ওই সেলসম্যানকে।

নিজের দেওয়া কথা মত ঘন্টাখানেকের মধ্যেই ১০ লক্ষ টাকা নিয়ে শোরুমে হাজির হন কৃষক। আর তা দেখেই চক্ষু চড়কগাছ অবস্থা ওই সেলসম্যানের। শেষমেষ কেম্পেগৌড়ার কাছে ক্ষমা চাইতে বাধ্য হন ওই সেলসম্যান। যদিও জানা যাচ্ছে সেই শোরুম থেকে নাকি গাড়িই কেনেননি কেম্পেগৌড়া।

সম্প্রতি সামনে আসে পুরো ঘটনাটির ভিডিও। তারপর থেকেই কন্নড ওই কৃষকের অ্যাটিটিউডে মজেছেন দেশবাসী। দক্ষিনী ছবির হিরোর স্টাইলে তাঁর এই সপাটে জবাব কার্যতই মন ছুঁয়েছে মানুষের। অন্যদিকে এই ঘটনা সামনে আসতে ওই সেলসম্যান এবং শোরুমের নন্দার ঝড় নেটপাড়ায়। তবে একটা জিনিস নিশ্চিত, বই যে মলাট দেখে নয়, পড়েই বিচার করতে হয়, একথা এই ঘটনায় হাড়ে হাড়ে টের পেলেন ওই সেলসম্যান।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর