বড় জয় কৃষকদের, দুটি ইস্যু মেনে নিল মোদি সরকার,  ৪ জানুয়ারি হবে পরবর্তী বৈঠক

নতুন কৃষি আইন (Agriculture Law) নিয়ে লাগাতার কৃষক আন্দোলন (farmers protest) চলছে। এরই মধ্যে বেশ কয়েকবার মোদি সরকার (modi government)  ও আন্দোলনরত কৃষকদের মধ্যে বৈঠক হয়েছে। আজকের বৈঠক শেষে  সরকার কৃষকদের দুটি দাবি মেনে নিয়েছে।  খড় ও বিদ্যুৎ সংস্কারের বিষয়ে কৃষকদের দাবি মেনে নিতে সরকার একমত হয়েছে।  তবে ৪ ই জানুয়ারি অনুষ্ঠিত বৈঠকে বাকী ইস্যু নিয়ে আলোচনা হবে।

1608689662 1479

বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে দুটি বিষয়ে কৃষকদের দাবি মেনে নেওয়া হয়েছে।  এর পাশাপাশি এমএসপিকে লিখিত গ্যারান্টিও দেওয়া হবে।  তবে আজকের বৈঠকের পরেও কৃষক নেতারা পুরোপুরি একমত হতে দেখছেন না।  তারা সরকারের পক্ষ থেকে কমিটি গঠনের প্রস্তাবের ধারাবাহিকভাবে বিরোধিতা করে চলেছে।

আজ বুধবার দুপুর আড়াইটায় শুরু হওয়া এই সম্মতি সভাটি প্রায় সাড়ে সাতটা পর্যন্ত চলে।  এসময় কৃষক নেতারা বলেছেন যে আমরা আপনাদের সামনে যে বিষয়গুলো রেখেছি আমরা সেগুলি সম্পর্কে  সরকারের অবস্থান জানতে চাই।   সরকারের তরফে বলা হয়, যে যতক্ষণ পর্যন্ত কৃষকরা বিক্ষোভকারীদের আন্দোলন তুলে না নেওয়ার সিদ্ধান্ত না নেয় ততক্ষণ সরকার কোনও সংস্কার সম্পর্কে কোনও আশ্বাস দিতে পারে না।  তবে সভা শেষে সরকার দুটি দাবি মেনে নিয়েছে।

জানিয়ে রাখি, কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের  কারণে ভারতীয় রেলের ২৪০০ কোটি টাকা লোকসান হয়েছে।  উত্তর রেলের জেনারেল ম্যানেজার আশুতোষ গাঙ্গাল শুক্রবার জানান যে বিয়াস ও অমৃতসরের মধ্যে রেল চলাচল  বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে।  এই জন্য, ট্রেনগুলি ঘুরিয়ে নিয়ে যাওয়া  হচ্ছে।  এই রাস্তাটি দীর্ঘ এবং এর ধারণক্ষমতাও কম, যার কারণে কম ট্রেন এই পথ দিয়ে যেতে পারছে।

গঙ্গালের মতে,  রেলের প্রায় ২৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এই কৃষক আন্দোলনের ফলে।  তিনি আরো জানান, আন্দোলনের কারণে দুটি ট্রেন বাতিল করা হয়েছে এবং তিনটি ট্রেন তার যাত্রা পথের অর্ধেক চালানো হচ্ছে, এবং সাতটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।  এই কারণে পণ্য ট্রেনের চলাচলও ক্ষতিগ্রস্থ হয়েছে।

সম্পর্কিত খবর