পাওয়ারের পর আবদুল্লাহও সরলেন রাষ্ট্রপতি হওয়ার দৌড় থেকে! তবে ধন্যবাদ জানালেন মমতাকে

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই দেশে রাষ্ট্রপতি নির্বাচন। 2024 লোকসভা নির্বাচনের পূর্বে কেন্দ্র সহ অন্যান্য বিরোধী দলগুলি এই প্রসঙ্গটিকে পাখির চোখ করেছে। ইতিমধ্যে বিজেপি যেমন রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে নিজেদের ঘুঁটি সাজানো আরম্ভ করে দিয়েছে, ঠিক অপরদিকে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলো ক্রমাগত বৈঠক করে চলেছে। এক্ষেত্রে অবশ্য সামনের সারিতে নেতৃত্ব দিয়ে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানে বিরোধী দলগুলির সকল প্রচেষ্টাই ক্রমশ ব্যর্থ হতে দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত 15 ই জুন মোট 22 টি বিরোধীদল নিয়ে একটি বৈঠকের আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাষ্ট্রপতির নাম প্রসঙ্গে বেশ কয়েকটি নাম মনোনয়নও করা হয়। তবে সর্বপ্রথম যে নামটি বৈঠকে উঠে আসে, সেটি হল শারদ পাওয়ারের। তবে বৈঠকের শেষেই রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে অসম্মতি জানান তিনি। এই প্রসঙ্গে পরবর্তীকালে বাংলার মুখ্যমন্ত্রী দ্বারা আরও দুটি নাম প্রস্তাবিত করা হয় এবং তারা হলেন ফারুক আব্দুল্লাহ এবং বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করেন সেখানে উপস্থিত অন্যান্য বিরোধী দলগুলিও।

তবে এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে অসম্মতি প্রকাশ করলেন খোদ ফারুক আবদুল্লাহ। জম্মু-কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বিরোধী দলগুলি দ্বারা নেওয়া সিদ্ধান্তের জন্য তাদের ধন্যবাদ জানালেও রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে ‘না’ করে দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “দিদি আমার নাম প্রস্তাব করায় সকলেই আমাকে সমর্থন করেন।  এক্ষেত্রে আমি কৃতজ্ঞ কিন্তু জম্মু-কাশ্মীর যেভাবে একের পর এক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে তাদেরকে এই অবস্থায় ছেড়ে আমি যেতে চাইছি না।”

faruk abdullah

ফলে প্রথমে শরদ পাওয়ার এবং বর্তমানে ফারুক আবদুল্লাহ অসম্মতি জানানোর ফলে বেশ ব্যাকফুটেই চলে গিয়েছে বিরোধী দলগুলির পরিকল্পনা। সূত্রের খবর, আগামী 21 শে জুন পুনরায় বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলি; এক্ষেত্রে নতুন করে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর