এবার গাড়িতে লাগাতে হবে Fastag ! Tollplaza এর মধ্যে দিয়ে গেলেই ব্যাঙ্ক থেকে কাটবে টাকা

বাংলা হান্ট ডেস্ক : হাইওয়ে কিংবা ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেলে আরামসে গাড়ি ছাড়ানোর উপায় নেই কারণ মাঝে মাঝে টোল প্লাজায় দাঁড়িয়ে মজা মাটি হওয়ার জোগাড় তবে এখন প্রযুক্তির দুনিয়া তাই টোল প্লাজায় দাঁড়িয়ে গাড়ির টাকা পে করা এক দিকে যেমন কষ্টকর তেমনই সময় সাপেক্ষ। তাই আর টোল প্লাজায় দাঁড়িয়ে নয় বরং চলতে চলতেই টাকা পেয়ে হয়ে যাবে যদিও তার জন্য দরকার শুধুমাত্র একটি জিনিস আর সেটি হল FAStag।maruti ciaz fastage image windscreen 06d4

30 নভেম্বর তারিখ থেকে এই ট্যাগটি গাড়িতে লাগাতে হবে যাতে টোল প্লাজার পাশ দিয়ে আপনার গাড়ি যাওয়া মাত্রই অটোমেটিক টাকা কেটে নেবে। যদিও তার জন্য ওই ফস্টারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে যাতে টোল প্লাজা থেকে টাকা কেটে নেবে আপনার ওয়ালেট থেকেই।গাড়ির মধ্যে এটি রাখলেই হবে সেটি রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এর ওপর কাজ করবে। তাই যদি টোল প্লাজায় লাইনের পর লাইন দাঁড়িয়ে বিরক্ত বোধ না করতে চান তাহলে ব্যাংকের ব্রাঞ্চ কিংবা টোল প্লাজা থেকে এই ফাস্ট কিনে নিন।

যদিও কি নেই শুধুমাত্র বসে থাকলে হবে না এটিকে একটি ভোট করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। জেনে নিন অ্যাকটিভেট করতে কী করতে হবে? ফাস্টার অ্যাক্টিভেট করতে হলে নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে মাই স্ট্যাগ অ্যাপ ডাউনলোড করবেন তার পর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সেটি লিংক করবেন।

এ ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে আর যদি আপনি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার একটি ওয়ালেট করেন সে ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ই ওয়ালেট থেকে টাকা কাটা যাবে। আর এই নয়া নিয়ম লাগু হতে চলেছে আগামী ডিসেম্বর মাস থেকেই। তবে হ্যাঁ পুরনো মডেলের গাড়িতে কিন্তু এই সুবিধা পাওয়া যাবে না, নতুন মডেলের গাড়িগুলি এই সুবিধা পাবেন।

আপনি কি ভাবছেন সেই লাইনেই তো দাঁড়াতে হবে? না যাঁদের টোল প্লাজায় লেনদেন হবে তাঁদের জন্য আলাদা লাইন করা হবে এবং যাঁদের ফাস্ট ট্যাগ এর মাধ্যমে টাকা কাটা যাবে তাদের জন্য আলাদা লাইন হবে।

সম্পর্কিত খবর