বিদেশি মুদ্রা সঞ্চয়ে এগোচ্ছে ভারত, ক্রমশ মজবুত হচ্ছে অর্থনীতি

করোনা কালে অর্থনৈতিক বৃদ্ধি থমকে গেছে ভারতে (india)। হু হু করে পড়েছে জিডিপি। তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে ভারতের বৈদেশিক মুদ্রা সঞ্চয়। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার মজুত সব থেকে বেড়েছে। এই মুহুর্তে বিদেশি মুদ্রা মজুতের তালিকায় প্রথম পাঁচে পৌঁছে গিয়েছে দেশ।

narendra modi 1 3

চলতি মাসের ৯ তারিখ ভারতের বৈদেশিক মুদ্রা সঞ্চয় ৫.৮ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ৫৫১ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ২ অক্টোবর এই টাকার পরিমাণ ৫৪৫ ডলার ছিল।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মুদ্রা সঞ্চয় থেকে বোঝা যায় সার্বিক ভাবে ভারতে বিদেশী বিনিয়োগ বাড়ছে। পাশাপাশি, ভারতের বাজার সম্পর্কেও আগ্রহ দেখাচ্ছে বিদেশি সংস্থাগুলি।

রপ্তানির বৃদ্ধিও এই মুদ্রা সঞ্চয় বাড়ার অন্যতম কারন। পাশাপাশি করোনা কালে অপরিশোধিত তেল ও সোনার দাম কমে যাওয়াও এই সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করেছে। এই বৃদ্ধির ফলে ডলারের তুলনায় টাকার দাম বাড়বে।

এই তালিকায় সবার প্রথমেই আছে চীন, তারপর একে একে আছে জাপান, সুইজারল্যান্ড, রুশ ও ভারত।

এর আগে জুন মাসের প্রথম সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮.২২ বিলিয়ন ডলার বেড়ে সর্বোচ্চ ৫০১.৭০ বিলিয়ন ডলার হয়েছিল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) তথ্যে দেখা গেছে, সামগ্রিক মজুদগুলির একটি প্রধান উপাদান বিদেশী মুদ্রার সম্পদ (এফসিএ)।

সব মিলিয়ে দেশে বিরোধীদের বারবার তোপের মুখে পড়েছে মোদি সরকারের অর্থনীতি। এবার এই সাফল্য  বেশ কিছুটা স্বস্তি দিল সরকারকে

সম্পর্কিত খবর