দু’বছর অন্তর অন্তর ফুটবল বিশ্বকাপ! জোর কদমে আলোচনা শুরু করে দিল ফিফা

বাংলা হান্ট ডেস্কঃ সাধারণত ফিফা ফুটবল বিশ্বকাপ হয়ে থাকে চার বছর অন্তর অন্তর অর্থাৎ বিশ্বকাপের আনন্দ নেওয়ার জন্য চার বছর অপেক্ষা করতে হয় ফুটবল প্রেমীদের। এটা অনেকটা দীর্ঘায়িত সময় বলে মনে করে সকলে। এছাড়াও যে দল অল্পের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যায় তাকে বিশ্বকাপ জেতার জন্য আরও চার বছর অপেক্ষা করতে হয়। আর সেই কারণেই এবার ফুটবল বিশ্বকাপের সময়ের ব্যবধান কমানোর চিন্তাভাবনা শুরু করে দিল ফিফা।

বিশ্বকাপের সময় কাল চার বছর থেকে কমিয়ে দু’বছর করার চিন্তা-ভাবনা চলছে ফিফার অন্দরে। শুক্রবার বসেছিল ফিফার বার্ষিক সভা, সেই সভা থেকে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ হয় এবং বিশ্বকাপ আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব শুধুমাত্র একটি দেশই পেয়ে থাকে। তাই বিশ্বকাপের ব্যবধান কমালে অর্থাৎ দু’বছর অন্তর বিশ্বকাপ হলে অন্যান্য দেশও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাবে। এর ফলে আর্থিক দিক দিয়েও লাভবান হবে ফিফা। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা।

n2820236323d784e2769de218256a5af322ec3d262c12efbf1ce92dd36f0dd16b7f5c14746 1

ফিফার কাছে প্রথম এই প্রস্তাব নিয়ে এসেছিল সৌদি আরব ফুটবল ফেডারেশন। তাদের দাবি করোনা অতিমারির কারণে দিনের পর দিন ফুটবলের ভবিষ্যৎ খারাপের দিকে যাচ্ছে, তাই ফুটবলকে সকলের কাছে আরও বেশি করে তুলে ধরতে চার বছরের পরিবর্তে দু’বছর অন্তর অন্তর বিশ্বকাপ আয়োজন করা উচিত। এতে আর্থিক দিক থেকেও অনেক লাভবান হবে ফিফা। আর সৌদি ফুটবল ফেডারেশনের এমন প্রস্তাবই মনে ধরেছে ফিফার। তারপর থেকেই ফিফা এই বিষয়টি নিয়ে জোরকদমে আলোচনা শুরু করেছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর