“সাইড প্লিজ….”, রাজ্যে আসছে পঞ্চম বন্দে ভারত, বদলাচ্ছে এই ট্রেনের রুট! প্রস্তাব গেল রেলের কাছে

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিন দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। শুধু তাই নয়, দিন যত এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সঠিকভাবে পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে রেল। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন যাত্রীরা।

এদিকে ইতিমধ্যেই দেশজুড়ে চলাচল শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। রেলের এই অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেনটি অর্জন করেছে প্রবল জনপ্রিয়তাও। আর এই জনপ্রিয়তার ওপর ভর করেই ক্রমশ বাড়ানো হচ্ছে বন্দে ভারতের সংখ্যা। এর পাশাপাশি রেল পরিকল্পনা করছে বন্দে ভারতের স্লিপার ভার্সন এবং বন্দে সাধারণ ট্রেন নিয়ে আসার।

Fifth Vande Bharat is about to come to the state

অর্থাৎ, এই ট্রেনের বিষয় রেলের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন প্রায় প্রতিটি মাসেই নতুন নতুন রুটে সফর শুরু করছে বন্দে ভারত। যার ফলে ঝড়ের গতিতে চলছে এই ট্রেন তৈরির কাজও। এই সংক্রান্ত আপডেট প্রায়শই সোশ্যাল মিডিয়া মারফত সামনে আসে। এদিকে আমাদের রাজ্যেও সফর শুরু করেছে দ্রুত গতির বন্দে ভারত।

আরও পড়ুন: এবার দেশজুড়ে দাপিয়ে বেড়াবে গরিবের “বন্দে ভারত”, প্রকাশ্যে এল লোকোমোটিভ, কবে শুরু চলাচল?

এমতাবস্থায়, এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। মূলত, এবার রাজ্যে পঞ্চম বন্দে ভারতের সফর শুরুর বিষয়ে জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি ওই নতুন রুট সম্পর্কেও তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, এবার হাওড়া থেকেই একটি নতুন রুটে পাড়ি দিতে পারে বন্দে ভারত। মূলত, রাউরকেল্লা-হাওড়া এই রুটে নতুন বন্দে ভারতের প্রস্তাব রেলবোর্ডে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: এবার রতন টাটার কাছে হেরে গেলেন মাহিন্দ্রা! নয়া রেকর্ড গড়ে নজির তৈরি করলেন বর্ষীয়ান শিল্পপতি

এছাড়াও, রেলের কাছে আরও একটি বিষয়ে প্রস্তাব পাঠানোর বিষয় সামনে এসেছে। রাঁচি-হাওড়া বন্দে ভারতকে পুরুলিয়া-আসানসোল হয়ে চালানোর জন্যও নাকি প্রস্তাব দেওয়া হয়েছে রেলকে। যদিও, এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনও সামনে আসেনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর