যোগীরাজ্যে ফের এনকাউন্টার আতঙ্ক, বাঁচতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সারেন্ডার ৫০ কুখ্যাত অপরাধীর

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশে কী শেষ হতে চলেছে অপরাধীদের সাম্রাজ্য? সম্প্রতি, উত্তরপ্রদেশে ঘটা কিছু ঘটনায় এ কথার সম্ভাবনাই যে সৃষ্টি হয়েছে সেদিকে মত বিশেষজ্ঞদের। ১০ ই মার্চ দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গোটা দেশের নজর তাঁর দিকে ছিল। এবং এরপরই কিছুদিনের মধ্যে প্রায় ৫০ জন কুখ্যাত অপরাধী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা যাচ্ছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবরটির কথা উল্লেখ করা হয়েছে।

সেখানে আরও দাবি করা হয় যে, সকল অপরাধীরা আত্মসমর্পণ করেছে এবং তাদের ভয়ের একমাত্র কারণ হলো ‘এনকাউন্টারে মারা যাওয়া’। এর আগে যোগী আদিত্যনাথ যখন উত্তরপ্রদেশে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন, তখন কিছুদিনের মধ্যেই বেশকিছু অপরাধীদের এনকাউন্টারে মারা হয়।  এসবের পরেই যখন দ্বিতীয়বারের জন্য যোগী ক্ষমতায় আসেন, তখন পুনরায় এনকাউন্টারে মারা যাওয়ার ভয়েই যে তারা আত্মসমর্পণ করেছে সে কথাই জানিয়েছে সেই প্রতিবেদনটি।

এখানে বলা হয়েছে যে, সকল অপরাধীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করার সময় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাখে এবং সেই প্ল্যাকার্ডে যা লেখা ছিল তাঁর বাংলা করলে দাঁড়ায় এই যে, “আমরা আত্মসমর্পন করছি, দয়া করে আমাদের এনকাউন্টারে মারবেন না।” ফলে এর থেকে স্পষ্ট হয়ে যায় যে, যোগীর ভয়ে তারা সারেন্ডার করেছে। জানা গিয়েছে, একাধিক কুখ্যাত অপরাধী যাদের পুলিশ বহুদিন ধরে খোঁজ চালাচ্ছিলো, তারাও থানায় এসে নিজেদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

দেওবাঁদ থানায় মুচলেকা দিয়ে চার জন মদ পাচারকারী জানায় যে, তারা এই অপরাধ আর করবে না৷ শামলি জেলাতে গোহত্যায় অভিযুক্ত ১৮ জন থানায় আত্মসমর্পণ করে৷ হিমাংশু নামের এক দাগী অপরাধী এনকাউন্টারের ভয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সিরসাগঞ্জ থানার পুলিশের কাছে ধরা দেয়৷

উত্তরপ্রদেশের এডিজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমার দাবি করেছেন, সকল কুখ্যাত অপরাধীরা শুধুমাত্র আত্মসমর্পণই করেনি বরং তারা বলেছে যে, ভবিষ্যতে এরকম কোন অপরাধ তারা করবে না। এছাড়াও তিনি জানান যে, উত্তরপ্রদেশে ১০ ই মার্চের পর থেকে দুজন অপরাধীকে এনকাউন্টারে মারা হয়েছে এবং ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর