বাংলা হান্ট ডেস্কঃ দেশে বর্ধিত পেঁয়াজের দাম নিয়ে মানুষের পকেটে বেশ প্রভাব দেখা যাচ্ছে, আর এবার এই দাম নিয়ে ঝগড়াও শুরু হয়ে গেছে। উত্তর প্রদেশের আমরোহা জেলার একটি গ্রামে পিঁয়াজ নিয়ে তর্কাতর্কি রণক্ষেত্রের রুপ নিয়ে নেয়। উত্তর প্রদেশের আমরোহা জেলার একটি গ্রামে পিঁয়াজ নিয়ে দুই মহিলার মধ্যে তর্কাতর্কি শুরু হয়, পরে সেই তর্কাতর্কি মারপিটের রুপ নিয়ে নেয়। আর এই বিবাদের প্রধান কারণ হল, এক মহিলা আরেক মহিলাকে তাঁর আর্থিক পরিস্থিতির খোটা দিয়ে তাঁকে পিঁয়াজ কিনতে অসমর্থ বলে কটাক্ষ করেছিল। এরপর তর্কাতর্কিতে যখন আরও কিছু মহিলা জড়িয়ে পরে, তখন এই তর্কাতর্কি হাতাহাতির রুপ নেয়। এই হাতাহাতিতে পাঁচ মহিলাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।
এই ঘটনা গত বুধবার সকালে ঘটেছিল। আমরোহা জেলার বাসিন্দা নেহা কলাখেরি গ্রামের এক পিঁয়াজ বিক্রেতার সাথে দাম নিয়ে তর্কাতর্কি করছিলেন, তখন তাঁর প্রতিবেশী দীপ্তি বিক্রেতাকে বলেন, নেহার আর্থিক অবস্থা ভালনা, সে এতদামি পিঁয়াজ কিনতে পারবেনা। বিক্রেতা যেন তাঁর সময় বরবাদ না করে। এরপর নেহা দীপ্তিকে গালিগালাজ দেওয়া শুরু করে, তর্কাতর্কি বাড়তে পরিবারের অন্যান্য মহিলা জড়িয়ে পড়েন আর কিছুক্ষণের মধ্যে দুই পরিবারের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই হাতাহাতিতে দুই পরিবারের পাঁচ মহিলা আহত হয়ে পড়েন। পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
এই ঝগড়ায় দুই পরিবারের ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সমস্ত অভিযুক্তকে স্থানীয় আদালতে পেশ করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁরা আদালত থেকে জামিন পান। পিঁয়াজের দাম বিগত এক মাসে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আর অনেকেই পিঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ভারত সরকার পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার জন্য বিদেশে পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।