বিদায় গরম! অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকলো বর্ষা

 

বাংলা হান্ট ডেস্ক: শেষমেষ প্রতীক্ষার অবসান, দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজ্যবাসী। উপকূলবর্তী এলাকায় যে কোনও সময়ই শুরু হবে বৃষ্টি। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা’তেও বৃষ্টি হবে। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটে যে ছবি প্রকাশ করেছে, মৌসুমী বায়ু অবস্থান করছে ভারত-বাংলাদেশ সীমান্তে বরাবর। ডুয়ার্সের একাংশ হয়ে সেই রেখা সিকিম পর্যন্ত বিস্তৃত হয়েছে।

64983 img 20190621 102023

এবছর খানিকটা দেরি করেই ঢুকলো এই মৌসুমী বায়ু। বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ বাধ সাধছে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশে। গতকালই উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি পরিণত হয়েছে নিম্নচাপে। আবহাওয়াবিদরা অনুমান করছেন আজ সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।

 

আবহাওয়াবিদদের অনুমান, নিম্নচাপ জলীয় বাষ্প টেনে নিচ্ছে বলেই রাজ্যে তাই অরও দেরি হল বর্ষা ঢুকতে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ নির্ভর করছে নিম্নচাপের অবস্থান ও গতিবিধির ওপর।

সম্পর্কিত খবর