বড়সড় রদবদল হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়, অর্থমন্ত্রী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ বড়সড় রদবদল হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভায়। অমিত মিত্রের বদলে রাজ্যের অর্থমন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী নিজেই। জল্পনা থাকলেও, এবার তা সত্যি করে মঙ্গলবার এমনটাই ঘোষণা করল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন অর্থমন্ত্রী হলেও, প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র পাচ্ছেন একটি নতুন পদ, হচ্ছেন রাজ্যের অর্থ বিষয়ক মুখ্য উপদেষ্টা। পাবেন পূর্ণমন্ত্রীর পদমর্যাদাই। সঙ্গে অর্থদপ্তরের প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। একাধারে পুর ও নগরোন্নয়ন দফতরের পূর্ণ মন্ত্রিত্ব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী হওয়ার পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্বও দেওয়া হচ্ছে তাঁকে।

IMG 20210920 090746

সাধন পাণ্ডে অসুস্থ থাকায় এতদিন ধরে একাধারে ক্রেতা সুরক্ষার দফতরের দায়িত্ব এবং পঞ্চায়েত মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু তাঁর মৃতুর পর নতুন পঞ্চায়েত মন্ত্রী হলেন পুলক রায়, যিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্ব সামলাতেন। সেইসঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রতিমন্ত্রী হলেন বেচারাম মান্না।

আবার শশী পাঁজা হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় সামলাবেন শিল্প ও বাণিজ্যর পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরও। প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না। জলসম্পদ দফতরের পাশাপাশি ক্রেতা সুরক্ষার দফতরের দায়িত্বও পেলেন মানস ভুঁইঞা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর