‘এখন মহুয়া মৈত্রর পাপ্পু কে?” TMC সাংসদকে পাল্টা দিয়ে নিজ রাজ্য দেখার পরামর্শ নির্মলা সীতারমনের

বাংলা হান্ট ডেস্কঃ চলতি সপ্তাহে লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্র সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra)। দেশের আর্থিক উন্নতি নিয়ে প্রহসন করছে মোদী সরকার। ঠিক এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। পাশাপাশি ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের সাম্প্রতিক পরিসংখ্যান তুলে মোদী সরকারকে পাপ্পু বলেও কটাক্ষ করেন তিনি। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। জবাব দিলেন তৃণমূল সাংসদের মন্তব্যের। মহুয়া মৈত্রর তোলা প্রশ্নের ঠিক একদিন পরে, অর্থাৎ বুধবার নাম না নিয়ে পাল্টা তৃণমূলকে বিঁধলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

মহুয়ার প্রশ্নের কী উত্তর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? এদিন নির্মলা সীতারমন কারও নামোল্লেখ না করে বলেন “তিনি তার নিজের রাজ্য বাংলায় পাপ্পুকে খুঁজে পাবেন”। সীতারমন এদিন মহুয়ার নিজের আঙিনাতেই পাপ্পুকে খোঁজার পরামর্শ দিলেন। পাপ্পুর জন্য আপনাদের অন্য কোথাও খোঁজ করতে হবে না’ বলেও কটাক্ষ করলেন তিনি। এরপর তৃণমূল সরকারকে উদ্দেশ্য করে অর্থমন্ত্রী বলেন “একুশের নির্বাচনে জয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হিংসা, লুঠ চালিয়েছে।” শুধু তাই নয়, গুজরাতে ভোট-পরবর্তী পরিস্থিতির সঙ্গে রাজের অবস্থার তুলনা করে অর্থমন্ত্রী বলেন, “আমাদের দলের কর্মীদের বাড়িতে আগুন লাগানো, লুঠ, ধর্ষণ চালিয়েছে তৃণমূল”।

nirmala sitharaman

প্রসঙ্গত, মঙ্গলবার লোকসভায় কেন্দ্র সরকারকে খোঁচা দেওয়ার সময় ‘পাপ্পু’ শব্দটি ব্যবহার করেন মহুয়া। তৃণমূল নেত্রী বলেন, ‘সরকার ও শাসকদল পাপ্পু শব্দবন্ধটিকে তুলে ধরেছে’। ‘যার অর্থ অযোগ্যতম, যাকে দিয়ে কিছু হবে না।’ পাশাপাশি মহুয়া আরও বলেন, ‘ পরিসংখ্যান বলে দিচ্ছে কে প্রকৃত পাপ্পু’! এবার মহুয়ার কথাতেই তাকে ঘুরিরে জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর