চরমে গোষ্ঠীদ্বন্দ! বাবুলের বিরুদ্ধে থানায় অভব্য আচরণের অভিযোগ দায়ের ফিরহাদ হাকিমের বোনের

বাংলাহান্ট ডেস্ক : চরমে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। এবার বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিরুদ্ধে অভিযোগ দায়ের হল গড়িয়াহাট থানায়। সবচেয়ে বড় কথা, এই অভিযোগ দায়ের করেছেন স্বয়ং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বোন গীতি হাকিম। যা নিয়ে এই মুহুর্তে চরম শোরগোল রাজ্য রাজনীতিতে। জানা যাচ্ছে, মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ দায়ের হল বালিগঞ্জের বিধায়ক বাবুলের বিরুদ্ধে।

কী বিষয়ে হঠাৎ দায়ের হল অভিযোগ? ঘটনার সূত্রপাত দু’দিন আগে। বালিগঞ্জের (Ballygunje) ফার্ন রোডে তৃণমূলের বিজয়া সম্মিলনী (Bijoya Sammilani) ঘিরে সৃষ্টি হয় উত্তেজনা। রবিবার সন্ধেয়, কমলা চ্যাটার্জি গার্লস স্কুলে তৃণমূলের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। বালিগঞ্জের তৃণমূল (TMC) বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo) আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে ল। অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগেই স্কুল ঘিরে ফেলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। আসে পুলিস। দাঁড় করিয়ে রাখা হয় প্রিজন ভ্যানও। এই বিষয় নিয়েই ফার্ন রোডের মহিলা কমিটির দেখা করতে যাওয়ার কথা ছিল বাবুলের সঙ্গে। কিন্তু বিধায়ক তাঁদের সঙ্গে দেখা তো করেন নি, উল্টে ওই মহিলা কমিটির সদস্যদের সঙ্গে নাকি অশালীন আচরণ করা হয়।

এরপরই মেয়রের ফিরহাদ হাকিমের বোন গীতি হাকিম লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন থানায়। তবে জানা যাচ্ছে, গীতির লেখা ওই চিঠিতে সরাসরি বাবুলের নাম উল্লেখ নেই। বরং সেই জায়গায় লেখা রয়েছে, ‘বালিগঞ্জ এলাকার নির্বাচিত জন প্রতিনিধি।’ বিধান সভা ভোটের আগেই পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগ আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। দলে এসেই পেয়ে যান বালিগঞ্জের টিকিট। কিছুদিন পর পেয়ে যান মন্ত্রীত্বও। এবার তাঁর বিরুদ্ধেই বিক্ষুব্ধ হয়ে উঠেছেন তৃণমূলের একাংশ। সেই বিক্ষোভের আগুনেই ঘি-এর কাজ করে বিজয়া সম্মিলনীর ঘটনা। শুধু বাবুল নয়, অভিযোগ উঠছে বেশ কিছু পুলিস কর্মীর বিরুদ্ধেও। এমনকি অভিযোগ উঠছে ফার্ন রোডের অটোচালক এবং হকারদের নিয়ে এসেও ঝামেলা করার চেষ্টা করেন বাবুল।

বিজেপি ছেড়ে এসেই তৃণমূলের টিকিটে বালিগঞ্জের বিধায়ক নির্বাচিত হন বাবুল। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্র বলেই তার আগে পর্যন্ত পরিচিত ছিল বালিগঞ্জ। সেখানে বাবুলকে দাঁড় করানো নিয়ে দলের ভিতরের আপত্তি ছিল বলে জানা যায়। তা নিয়ে সংবাদমাধ্যমে সরবও হন কয়েক জন। তার পর যদিও তেমন কোনও ঝামেলা হয়নি।

রবিবার বালিগঞ্জে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ঘিরে অশান্তি সামনে চলে আসে। এ দিন বাবুলই কমলা চ্যাটার্জি গার্লস স্কুলে বিজয়া সম্মিলনীর আয়োজন করেন। কিন্তু নিজেদের তৃণমূল বলে দাবি করে স্কুলের সামনে জড়ো হন একদল মানুষ। বাবুলের বিরুদ্ধে ‘দূর হটো’ স্লোগানও দিতে শোনা যায় তাঁদের। এর পাল্টা বাবুলের অনুগামীরা ফার্ন রোডে জড়ো হন। সেখানে ম্যাটাডোরের সামনেই সম্মিলনী হবে বলে ঘোষণা করেন।
বিক্ষোভকারীদের দাবি, তাঁরা বালিগঞ্জের বাসিন্দা। অথচ বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাঁরা বাবুলের অনুগামী হিসেবে জড়ো হয়েছেন, তাঁরা সবাই বহিরাগত। ছ’মাস ধরে বাবুলকে এলাকায় দেখা যায়নি বলেও অভিযোগ করেন তাঁরা। এক মহিলা বলেন, ‘আমাদের ভোটে জিতেছেন। অথচ এলাকায় আসেননি কখনও।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর