ফের বিতর্কে দিলিপ ঘোষ , এবার এফআইআর দায়ের প্রতিবাদী ছাত্রীর

বরাবরই দিলিপ ঘোষ বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন । আর এবারেও তার অন্যথা হলোনা। আর এবার বিতর্কের কারন এক প্রতিবাদী ছাত্রীকে নিগ্রহ করা। পাটুলির সিএএ নিয়েবিজেপির এক প্রতিবাদী যাত্রায় এক ছাত্রীকে হেনস্থা করার ঘটনা ঘটে। এবার আসা যাক মুল বিষয়ে , পাটুলির মোড় থেকে বৃহস্পতিবার অভিনন্দন যাত্রার আয়োজন করেছিল বিজেপির একটি শ্রমিক সংগঠন।

সেখানে হাজির হয়েছিল দিলীপ ঘোষ। তবে মিছিলের অনুমতি ছিল না। পাটুলিতে মিছিলের শুরুতেই “নো এনআরসি ,নো সিএএ” লেখা পোস্টার নিয়ে একাই দাঁড়িয়েছিলেন সংস্কৃত কলেজের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত। দিলীপ ঘোষ দেখেও এড়িয়ে যান। কিন্তু ছাত্রীর উপরে চড়াও হন বিজেপি সমর্থকরা। অভিযোগ, গেরুয়াবাহিনী অকথ্য গালিগালাজ করতে থাকে। কেড়ে নেওয়া হয় পোস্টার। ছাত্রীর উদ্দেশে অশ্লীল শব্দও ব্যবহার করা হয়। তাঁকে হেনস্থা করার অভিযোগ ওঠে।

DD 2

 

 

পাটুলিতে সিএএ-র সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রায় প্রতিবাদী ছাত্রীকে হে আর সেখানে পুলিশ ব্যারিকেড ছিলো কিন্তু তাও কি করে এমন ঘটনা ঘটে গেলো তা কিছুতেই বুঝে ওঠা সম্ভব হচ্ছে না।আবার মারমুখী বিজেপি সমর্থকদের মাঝখান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন সাংবাদিকরাই। আর এই নিয়েই শুরু হয় আসল সমস্যা বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ বলেন,”ওরা আমাদের মিছিলের কাছে এসেছিল। প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছি। চোদ্দ পুরুষের ভাগ্য ভালো অন্য কিছু করেনি”। আর এই নিয়ে শুরু হয় আসল বিতর্ক।

কারন একজন নেতা হয়ে কি করে তিনি বারবার এরকম কথা বলেন সেই নিয়ে অনেকের অনেক মন্তব্য অনেক মতামত। আবার প্রতিবাদি ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্তের সজানিয়েছেন তিনি কেবলমাত্র এন আরসি নিয়ে প্রতিবাদ করতে এসেছিলেন। তিনি এও জানান যে কোন রাজনৈতিক দলের সাথে কোনরকম যোগাযোগ নেই। কিন্তু এরপরেও থামেনি বিতর্কের ঝড়। কারন একের পর এক দিলিপ ঘোষের এই কাজে বেজায় চটেছে পশ্চিমবঙ্গের একাধিক মানুষ ।

 

 

সম্পর্কিত খবর