ইন্দোনেশিয়ায় ভয়ংকর অগ্নিকাণ্ড! ভেঙে পড়ল মসজিদের বিরাট গম্বুজ! যদিও হতাহত কোনও খবর নেই

বাংলাহান্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার (Indonesia) উত্তর জাকার্তায় (Jakarta) ভয়ংকর অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ভেঙে পড়ল জামি মসজিদের গম্বুজ। তবে আশার কথা এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে গোটা মসজিদটাই ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ইসলামিক সেন্টারের একটি বড় মসজিদ ছিল এটি। সরকারি সূত্রে জানা যাচ্ছে, মসজিদে মেরামতের কাজ চলছিল। তখনই অসাবধানতাবশত আগুন লেগে যায়।

একাধিক সোশ্যালমিডিয়ায় মসজিদের বিরাট আকৃতির এই গম্বুজটি ভেঙে পড়ার দৃশ্য ভাইরাল হয়েছে। আগুন নেভানোর কাজে আসা দমকল কর্মীরা ভেঙে পড়ার মুহূর্তেই ছুটে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচান। কারও ক্ষতি হয়নি। ভাইরাল হওয়া ভিডওতে দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে মসজিদটিকে। কালো ধোঁয়ার ঢেকে গেছে আকাশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার সময় অনুযায়ী দুপুর ৩টে নাগাদ মসজিদটিতে আগুন লাগে। তারপরই খবর দেওয়া হয় দমকলে। অন্তত ১০টি দমকলের ইঞ্জিন মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যায়। মসজিদটিতে কিছুদিন ধরেই মেরামতির কাজ চলছিল। প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কী করে আগুন লাগল তা তদন্ত করে দেখছেন দমকল আধিকারিকরা।

স্থানীয় সংবাদ সূত্র মারফত খবর, যে ঠিকাদার সংস্থা মেরামতের কাজ করছিল, তাদের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইসলামিক সেন্টার হল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই ঐতিহাসিক মসজিদটি ছাড়াও এই চত্বরটিতে রয়েছে বহু ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ও ইসলাম ধর্মশিক্ষার অন্যতম চর্চা কেন্দ্র।

এর আগেও ২০০২ সালের অক্টোবরে এই মসজিদে আগুন লেগে যায়। সেবার আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ ঘণ্টা সময় লেগেছিল। জাকার্তার পুলিস আধিকারিক জানান, গম্বুজে মেরামতি কাজ চলার সময়ই আগুন লেগে যায়। যাঁরা কাজ করছিলেন, তাদের কোনও ভুলের জন্যই এতবড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। তবে গোটা বিষয়টি বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করা হবে বলে জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর