প্রাকৃতিক গ্যাসের কুয়ো থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড অসমে, নামল বিপর্যয় মোকাবিলা দল

বাংলাহান্ট ডেস্কঃ অসমের (assam) বাঘজানে প্রাকৃতিক গ্যাসের কুয়ো থেকে ছড়িয়ে পড়ল ভয়ংকর আগুন (fire)। আগুন এতখানি ভয়াবহ চেহারা নিয়েছে যে আসেপাশের এলাকা খালি করে দিয়েছে প্রশাসন। ইতিমধ্যে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দলও।

images 2020 06 09T183644.508

বছর ২০২০ মোটেই ভাল যাচ্ছে না মানব জাতির পক্ষে। বছরটা শুরু হয়েছিল ভয়াবহ দাবানল দিয়ে। কয়েক লাখ হেক্টর জমি পুড়ে সেখানে মারা যায় কয়েক কোটি বন্যপ্রাণী ও গাছ। তারপর ধীরে ধীরে গোটা পৃথিবীই চলে যায় করোনার গ্রাসে। এখনো যে গ্রাস থেকে মুক্তি সম্ভব তো হয় নি বরং প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এর সাথে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে। গত কয়েকমাসে ছোট খাটো কম্পনের সংখ্যা অগুনতি। দুই শতকের বেশী সময়ের পড়ে ভয়ংকর সুপার সাইক্লোন আমফান বিধ্বস্ত বাংলা। অসমে জারি ছিল বন্যা। আজ আবার আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

জানা যাচ্ছে, ঐ গ্যাসের কুয়ো থেকে ১৪ দিন ধরেই গ্যাস বেরিয়ে আসছিল। মঙ্গলবার সেখানে আগুন দেখতে পাওয়া যায়। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকে ইতিমধ্যেই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। বিপর্যয় মোকাবিলায় এসে পৌঁছে গিয়েছে এন.ডি.আর.এফ ও। সিঙ্গাপুর থেকে আকাশপথে এসেছে খনি বিশেষজ্ঞরাও।

প্রসঙ্গত, ঐ কুয়োর খুব কাছেই রয়েছে ডিব্রু-সাইখোয়া ন্যাশনাল পার্ক ও মাগুরি বিল। আগুন নিয়ন্ত্রণ করা না গেলে ঐ দুই জীববৈচিত্র্য সম্পন্ন অঞ্চলে ভয়ানক ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশপ্রেমীরা। খনি এলাকা থেকে দেড় কিলোমিটার অঞ্চলের সব বাসিন্দাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আশ্বাস মিলেছে।

 

সম্পর্কিত খবর