মা সারদার পর এবার নেতাজির সঙ্গে মমতার তুলনা! ফিরহাদের মন্তব্যে তুলকালাম

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি মা সারদার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তুলনা করেছিলেন তৃণমূল নেতা নির্মল মাজি। পরবর্তীতে তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনায় সরব হয় বিরোধী দলগুলি। এখনো পর্যন্ত সেই বিতর্কের রেশ মেটেনি আর তার মাঝেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত স্বাধীনতা সংগ্রামী তথা বাংলার বীরপুত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas chandra Bose) সঙ্গে তুলনা করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়।

গতকাল মালদার তাঁতিপাড়া ময়দানে একটি জনসভা থেকে তিনি এহেন মন্তব্য করেন। আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে গতকাল রাতে মালদার তাঁতিপাড়া ময়দানে একটি জনসভা আয়োজন করা হয়। অনুষ্ঠানের পরবর্তী সময়ে সেখানে যোগদান করেন তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেই জনসভা থেকে তৃণমূল কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে একাধিক বক্তব্য রাখেন তিনি। এক্ষেত্রে বিজেপির বিরোধিতা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নেতাজির সঙ্গে তুলনা করে বসেন ফিরহাদ।

প্রথমে অবশ্য ফিরহাদের গলায় শোনা যায় বিজেপি বিরোধিতা। তিনি বলেন, “বাংলার মানুষ আমাদের ভোট দিয়ে জয়ী করে। এরপর থেকেই আমাদের মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের জন্য একাধিক কাজ করে চলেছেন। কিন্তু আরেকটি সরকার রয়েছে, যারা সবাইকে ভাতে মারছে। যদিও এখন ওই দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে সকলে চলে আসতে চাইছে। তবে আমরা এখনো পর্যন্ত গেট খুলে দিইনি।” এরপরেই তিনি নাম না করে কটাক্ষ ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারীকে। তৃণমূল নেতা বলেন, “আমাদের দল ছেড়ে ওই দলে একজন নেতা গিয়েছিলেন। এখন ও আধপাগলা হয়ে গিয়েছে।”

firhad hakim 1 2

এরপরেই নেতাজির প্রসঙ্গ টেনে এনে ফিরহাদ বলেন, “সিপিএমকে সরিয়ে এখনো পর্যন্ত কাজ শেষ হয়েছে ভাবলে ভুল করা হবে। এখনো পর্যন্ত বিজেপিকে সরানো বাকি রয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে সেই সম্পর্কে জানিয়েছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, এবার দিল্লি চলো। সুভাষ বোস যেমন এই প্রসঙ্গে মতপ্রকাশ করেছিলেন। কিন্তু তিনি যেতে পারেননি, তবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পারতে হবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর