রবীন্দ্রনাথের বাণীকে স্বামী বিবেকানন্দের বলে চালিয়ে দিলেন ফিরহাদ হাকিম

বাংলাহান্ট ডেস্কঃ রবীন্দ্রনাথের বানীকে স্বামী বিবেকানন্দের বলে চালিয়ে দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা নিয়ে তোপ দাগালেন ফিরহাদ হাকিম।

বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে, চলছে বৈষম্যও প্রতিক্রিয়া জানালেন ববি হাকিম। তিনি বলেন, এখন যে কেন্দ্রীয় সরকার সে বাংলার বিরুদ্ধে। বঞ্চনা করছে বাংলাকে। 53 হাজার কোটি টাকা, কোম্পানির টাকা বা অন্য কিছু টাকা কিছু টাকা দিচ্ছে না এটা নিয়ে বারবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবর হচ্ছেন। কিন্তু বাংলা কোনমতেই মাথা নত স্বীকার করবে না।

firhad hakim

তিনি আরও বলেন, এই বাংলা রবীন্দ্রনাথের, আবার এই বাংলা বিবেকানন্দেরও। এই বাংলা মাথা তুলে দাঁড়াবে, কারণ বিবেকানন্দ শিক্ষা দিয়েছে, ‘ WHERE HEAD IS HIGH AND MIND IS WITHOUT FEAR’। বিবেকানন্দের শিক্ষাতেই বাংলা চলবে।

সম্পর্কিত খবর