শ্রীনগরে জঙ্গি হামলা, ঘটনাস্থল থেকে ১ কিমি দূরের একটি হোটেলে আছে বিদেশী প্রতিনিধি দল

বাংলা হান্ট ডেস্কঃ বিদেশী কূটনৈতিক দল আজ দু দিবসের সফরে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে পৌঁছেছেন। আর আজকের দিনে শ্রীনগরে জঙ্গিরা ঘৃণ্য কাজ করল। শ্রীনগরে বিদেশী প্রতিনিধিরা যেখানে থাকছেন, ঠিক তাঁর থেকে এক কিমি দূরে জঙ্গিরা হামলা চালায়। এই হামলায় এক ঢাবার কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই হামলার দায় মুসলিম জাবাজ” ফোর্স নিয়েছে।

জঙ্গিদের হামলার পর এলাকাকে কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সেনার দল জঙ্গিদের তল্লাশি চালাচ্ছে। বলে রাখি, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর উপত্যকার শান্তি আর সহ্য করতে পারছে না জঙ্গিরা। প্রায় দিনই পাকিস্তান সমর্থিত জঙ্গিরা উপত্যকায় অশান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জম্মু কাশ্মীরের বিজেপির মহাসচিব অশোক কৌল ঢাবায় হওয়া এই জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন। কৌল জানিয়েছে, এই ঘটনা নিন্দনীয়, যারা এর সঙ্গে যুক্ত তাঁদের রেহাই দেওয়া হবেনা। তিনি বলেন, এলাকায় শান্তি ভঙ্গের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর সেখানকার পরিস্থিতি কেমন সেটা খতিয়ে দেখতে আজ চিলি, ব্রাজিল, কিউবা, বলিভিয়া, ইস্টোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, ইউরোপিয়ান ইউনিয়ন, বেলজিয়াম, স্পেন, সুইডেন, ইতালি, বাংলাদেশ, ঘানা, সেনেগান, মালয়েশিয়া, তাজাকিস্তান, কিরগিস্তানের মোট ২৪ টি দেশের প্রতিনিধি আজ কাশ্মীরে যান। আর এমত পরিস্থিতিতে আজ জঙ্গিরা বিদেশী প্রতিনিধিদের হোটেল থেকে মাত্র ১ কিমি দূরে এই হামলা চালায়।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর