প্রয়াত স্বাধীন ভারতের প্রথম ভোটদাতা শ্যাম শরণ নেগি! ৩ দিন আগেই দিয়েছিলেন জীবনের শেষ ভোট

বাংলাহান্ট ডেস্ক : চলে গেলেন স্বাধীন ভারতের প্রথম ভোট দাতা শ্যাম শরণ নেগি (Shyam Sharan Negi) মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর। মাত্র কয়েকদিন আগেই নিজের জীবনের শেষ ভোটটি দিয়েছিলেন তিনি। হিমাচল প্রদ্রেশের (Himachal Pradesh) কিন্নোরের বাসিন্দা ২ নভেম্বর বিধানসভা নির্বাচনে নিজে ভোটও দেন ৷ স্বাধীনতার পর ১৯৫১-১৯৫২ সালে প্রথম নির্বাচন হয় ভারতে। সেই নির্বাচনে প্রথম ভোটটি তিনিই দেন।

দীর্ঘদিন ধরেই অসুস্থ স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগি (Shyam Saran Negi)। বয়সজনিত সমস্যায় কাবু ছিলেন তিনি। কানে ব্যথা, দৃষ্টিও ছিল ক্ষীণ। তবে ১০৬ বছর বয়সি শ্যাম শরণ নেগির ভোট দেওয়ার আবেগ ছিল অটুট। হিমাচল প্রদেশের বিধানসভা ভোটেও (Himachal Election 2022) নিজের মতামত জানিয়েছিলেন তিনি। গত বুধবার শ্যাম শরণ নেগি বাড়ি থেকেই ফর্ম ১২ ডি-এর মাধ্যমে ভোট দেন (Shyam Saran Negi casts his vote) । ১৯৫১ সালে প্রথম ভোটদানের পর এবারই প্রথম কোনও নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে পারেননি তিনি (First Voter of India Shyam Saran Negi )।

তাঁর ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে গ্রামেই ব্যবস্থা করা হয়। আগানী ১২ই নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। কিন্তু শ্যাম নেগি ১২ডি ফর্মের মাধ্যমে ১০ দিন আগেই ভোট দেন। জেলা নির্বাচন অফিসার আবিদ হুসেন, রিটার্নিং অফিসার শশাঙ্ক গুপ্ত-সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

দেশের প্রথম ভোটার হওয়ায় প্রতিবারই ভোটকেন্দ্রে লাল কার্পেটে তাঁকে স্বাগত জানানো হয়। এবার নেগি ভোটকেন্দ্রে যেতে পারবেন না, জানায় প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাড়িতেই ভোটদানের ব্যবস্থা করা হয়েছিল। লাল কার্পেট বিছিয়ে এবং স্থানীয় বাদ্যযন্ত্রের সুরে তাঁকে স্বাগত জানানো হয়। শ্যাম শরণ নেগি বলেছিলেন, ‘ব্রিটিশ ও রাজা-বাদশাদের থেকে দেশ স্বাধীনতা পেয়েছে । আজ গণতন্ত্রের এই মহান উৎসবে দেশের উন্নয়নকারী ব্যক্তিকে বেছে নেওয়ার স্বাধীনতা প্রতিটি মানুষের রয়েছে এবং আজও আমি আমার ভোট দিয়েছি । অসুস্থতার কারণে ঘরে বসে ভোট দিয়ে গণতন্ত্রের মহান উৎসবে অংশগ্রহণ করেছি ।’ সেই শ্যাম শরণ নেগি আজ চলে গেলেন না ফেরার দেশে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর