স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথমবার দেশীয় কামানের গর্জন, ‘ঐতিহাসিক’ বললেন প্রধানমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘মেক ইন ইন্ডিয়া’-র (Make In India)জয়ধ্বনি। আজ দেশের ৭৬তম স্বাধীনতা দিবস। প্রথা মতো দিল্লির লাল কেল্লায় (Red Fort) পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরই সঙ্গে ‘২১ তোপ কি সালামি’ দিল দেশীয় কামান। এই প্রথম স্বাধীনতা দিবসের দিন (Independence Day) গর্জে উঠলো দেশীয় পদ্ধতিতে তৈরি কামান। এই কামান তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বার ডিআরডিও (DRDO)। এই কামানকে বলা হয় এডভান্স টোয়েড আর্টিলারি গান সিস্টেম বা এটিএজিএস (ATAGS)। বিশ্বের সবচেয়ে দূরপাল্লার কামানগুলির তালিকায় এটিএজিস-এর নাম প্রথমের দিকেই থাকবে।

আজ লাল কেল্লায় স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ”আজ প্রথমবার তিরঙ্গাকে সম্মান জানাতে দেশীয় কামান থেকে তোপ দাগা হল। এটা ‘আত্মনির্ভর ভারত-এরই ফসল।” তিনি আরও বলেন, ‘আত্মনির্ভর ভারত’ কোনও সরকারি কর্মসূচী নয়। এটি একটি গণ আন্দোলন। আত্মনির্ভর ভারত সমস্ত দেশবাসীর, সমস্ত সরকারের, সমাজের সমস্ত মানুষের কর্তব্য।

কী এই ATAGS? এটিএজিএস একটি দূরপাল্লার কামান। ৪৮ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও নিশানা দাগতে সক্ষম এই দেশীয় কামান। শুধু তাই নয় মাইনাস ৩০ ডিগ্রি ঠাণ্ডা হোক বা ৭৫ ডিগ্রি গরম, যেকোনো দুর্গম পরিস্থিতিতেও কাজ করতে পারে এই আর্টিলারি। ডিআরডিও-এর বিশেষ থার্মাল ইমেজিং পদ্ধতিতে তৈরি এই কামান প্রতি মিনিটে ৫টি গোলা ছুঁড়তে সক্ষম। ATAGS -র ব্যারেলের দৈর্ঘ্য ৮০৬০ মিলিমিটার। অত্যন্ত হালকা হওয়ায় এই আর্টলারিকে উচ্চ রণক্ষেত্রেও নিয়ে যাওয়া সম্ভব। এটি একটি ১৫৫ এমএম কেলিবার কামান। অর্থাৎ এই কামান থেকে ১৫৫ এমএম-এর গোলা ছোঁড়া যায়। প্রত্যেকটি গোলার ওজন হয় ১১.৫ কিলোগ্রাম।

মেড ইন ইন্ডিয়ার প্রচারকে বিশ্বের দরবারে পৌঁছে দিতেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই কামান থেকে তোপ দাগা হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর