পাকিস্তানকে ফের শায়েস্তা করলো ভারত, ভারতীয় সেনার পাল্টা হানায় খতম হল পাঁচ পাক সৈনিক

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) নীলম ঘাঁটিতে চরম ক্ষতির সন্মুখিন হওয়া পাকিস্তান (Pakistan) এবার লাইন অফ কন্ট্রোলের (Loc) বালাকোট, শাহপুর, কসবা, কীরনি আর মেন্ডর সেক্টরে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে চরম গোলাগুলি করে। পাকিস্তানের এই যুদ্ধ বিরতি লঙ্ঘনের ফলে ভারতের এক সেনার (Indian Army) জওয়ান সমেত এক মহিলা আহত হয়েছেন। এছাড়াও ভারতের সীমান্তে থাকা কয়েকটি ঘর খতিগ্রস্ত হয়েছে।

army 5

পাকিস্তানের গুলির জবাবে ভারতও (India) পাল্টা হামলা চালায়। ভারতীয় সেনার জবাবি পদক্ষেপে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে পাকিস্তানের। প্রাপ্ত খবর অনুযায়ী, ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ পাক সৈনিকের। এর সাথে সাথে বেশ কয়েকজন আহত হয়েছে। পাকিস্তানের এই যুদ্ধ বিরতি লঙ্ঘনের ফলে এলওসির কাছে থাকা জনবসতি পূর্ণ এলাকায় আতঙ্কের মহল সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের তরফ থেকে শুক্রবার গোটা রাত এলওসিতে বালাকোট সেক্টরে প্রচুর গোলাগুলি করা হয়। শনিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শাহপুর আর কসবা-কীরনি সেক্টরে গোলাগুলি করে। বিকেলের দিকে পাকিস্তান আবারও বালাকোট, কসবা, কীরনি এবং শাহপুর সেক্টরে সেনার ছাউনি গুলোর সাথে সাথে জনবসতিপূর্ণ এলাকা গুলোকে নিশানা করে গোলাগুলি চালায়।

পাকিস্তানের বিনা প্ররোচনায় গুলি চালানোয় আহত হন ভারতীয় সেনার ১২ মাদ্রাস রেজিমেন্টের জওয়ান রাজেশ রেড্ডি বলে জানা গেছে। ওই জওয়ানের প্রাথমিক চিকিৎসার পর রাজোরিতে রেফার করা হয়েছে। ওই সেক্টরেই ননজোট গ্রামের সালিমা বিবিও (৪৫) পাকিস্তানের চালানো গুলিতে আহত হন। গোলাগুলিতে বালাকোট এলাকার গ্রামের কয়েকটি বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়।

1 47

শুক্রবার এলওসিতে কেরন সেক্টরে পাকিস্তানের করা যুদ্ধ বিরতি লঙ্ঘনের পর ভারতীয় সেনা যোগ্য জবাব দিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি কামান এবং জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে দেয়। ভারতীয় সেনার পাল্টা হানায় সেদিনও পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু তাঁরা সেই ক্ষতি থেকে শিক্ষা না নিয়ে, আবারও ভারতের গ্রাম এবং সেনাকে লক্ষ্য করে গুলি চালায়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর