চাঁদ-শুক্রের যুগলবন্দির পর এবার পাঁচটি গ্রহের সমাবেশ মহাকাশে! বিরল এই দৃশ্য দেখা যাবে আজকেই

বাংলা হান্ট ডেস্ক: বিভিন্ন সব মহাজাগতিক ঘটনা সবসময় বাড়তি আগ্রহ সঞ্চার করে সকলের মনে। এমনকি, প্রত্যেক বছরই বিরল সব মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকি আমরা। এক সপ্তাহ আগেই গত শুক্রবার রাতে চাঁদের (Moon) নিচে শুক্রগ্রহের (Venus) উপস্থিতি পরিলক্ষিত করেছেন সবাই। পাশাপাশি, সেই ছবিতে রীতিমতো ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম।

তবে, চাঁদ-শুক্রের এহেন যুগলবন্দির পর এবার ফের আকাশে দেখা যাবে বড় চমক। মূলত, এবার একসঙ্গে আকাশে দেখতে পাওয়া যাবে পাঁচ পাঁচটি গ্রহকে। ইতিমধ্যেই সেই বিরল দৃশ্য দেখতে কার্যত মুখিয়ে রয়েছেন সকলে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিরল মহাজাগতিক ঘটনাটি ঘটবে ২৮ মার্চ অর্থাৎ আজকেই।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২৮ মার্চ অর্থাৎ মঙ্গলবার সূর্যাস্তের ঠিক পরপরই বৃহস্পতি, বুধ, ইউরেনাস, মঙ্গল এবং শুক্রগ্রহকে এক জায়গায় সরলরেখায় দেখা যাবে। সূর্যাস্তের পর আকাশে চোখ রাখলেই দেখা মিলবে এই ঘটনার। মূলত, ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে ৬ টা ৩৬ মিনিট থেকে ৭ টা ১৫ মিনিটের মধ্যে স্পষ্টভাবে দেখা যেতে পারে এই গ্রহগুলিকে।

এদিকে জানা গিয়েছে, এই ৫ টি গ্রহের মধ্যে ৪ টিকে অর্থাৎ বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতিকে দেখা যাবে নক্ষত্রের মতো করে। একটি টেলিস্কোপ থাকলেই আপনি বিষয়টি স্পষ্ট দেখতে পাবেন। পাশাপাশি, খালি চোখেও দেখা যাবে। তবে, ইউরেনাসকে দেখতে দূরবীনের প্রয়োজন হবে।

whatsapp image 2023 03 28 at 6.00.29 pm

এছাড়াও, আকাশে এই বিশেষ দৃশ্য দেখতে আপনি কিছু নির্দিষ্ট অ্যাপও ব্যবহার করতে পারেন। মূলত, এই অ্যাপগুলি রিয়েল টাইম আপডেটের ভিত্তিতে আকাশের তারাগুলির ম্যাপিং দেখিয়ে দেয়। তবে, নিজের চোখে এই দৃশ্য পরিলক্ষিত করতে চাইলে অবশ্য আকাশও পরিষ্কার থাকতে হবে। কারণ, মেঘাচ্ছন্ন আকাশ থাকলে কোনো কিছুই দেখা সম্ভব হবে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর