কলকাতার এই প্রাপ্তন ক্রিকেটারকে নিজেদের দলে পেয়ে খুশি চেন্নাই সুপার কিংসের কোচ ফ্লেমিং।

ম্যাচ ফিক্সিং করার জন্য দু’বছর আইপিএল থেকে নির্বাসিত ছিল চেন্নাই সুপার কিংস। দু’বছর পর আইপিএলে এসে ফের চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। গতবছর ফাইনালে উঠলেও মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়নি চেন্নাইয়ের।

তবে এবার আইপিএল নিলামে যখন অন্যান্য আইপিএল ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নিচ্ছে, একের পর এক বড় বড় তারকাকে নিজেদের দলে কিনে নিচ্ছে সেই সময় একেবারে চুপচাপ বসেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু কেন চেন্নাই চুপচাপ ছিল এবার নিলামে সেই তথ্য ফাঁস করলেন চেন্নাই সুপার কিংস এর হেড কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে অন্যান্য দলের মত আমাদের কাছে খুব বেশি পরিমাণ অর্থ ছিল না। মাত্র 14.60 কোটি টাকা হাতে নিয়ে আইপিএলের নিলামে নামতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। তাই কোনো বড় ক্রিকেটারকে কেনার আগে চেন্নাইকে হিসেব-নিকেশ করে দর ডাকতে হচ্ছিল। অন্যান্যদের মত মনের মত করে দর ডাকতে পারছিলো না চেন্নাই সুপার কিংস।

IPL 5

তবে সেই রকম কোন বড় ক্রিকেটার কে নিজেদের দলে নিতে না পারলেও এবার চেন্নাইয়ের সবথেকে বড় চমক কলকাতা নাইট রাইডার্স এর প্রাক্তন স্পিনার পীযুষ চাওলা কে নিজেদের দলে নেওয়া। 7 কোটি 75 লক্ষ টাকার চাওলার মত একজন অভিজ্ঞ বলার চেন্নাই নিজেদের দলে নিয়েছে। এই প্রসঙ্গে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং বলেন যে চাওলা একজন অত্যন্ত অভিজ্ঞ বোলার, মহেন্দ্র সিং ধোনির সাথে তার বোঝাপড়া অত্যন্ত সুন্দর, আর সেই জন্যই তাকে নিজেদের দলে নেওয়া।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর