এবার হুস করে চলে যান কলকাতা টু মালদা! উড়বে বিমান, কপাল খুলবে রাজ্যবাসীর

বাংলাহান্ট ডেস্ক : ভারতের যোগাযোগ ব্যবস্থার প্রধান মেরুদন্ড রেল। সস্তায় এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ ভারতীয় ভরসা রাখেন রেল ব্যবস্থার উপর। রেলের পাশাপাশি বাস, টোটো ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থাও ভারতের পরিবহন চিত্রের অবিচ্ছেদ্য অংশ। এসবের মধ্যে বিমান হল সবথেকে দ্রুতগামী একটি পরিবহন।

বিমানের সাহায্যে অতি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যায়। তবে বিমান পরিষেবা সব জায়গায় উপলব্ধ নয়। প্রত্যেকটি জায়গায় বিমানবন্দর তৈরি করা সম্ভব নয় এবং বিমান পরিষেবার খরচও অন্যান্য পরিবহনের থেকে অনেকটাই বেশি। তবে খুব শীঘ্রই রাজ্যবাসীর জন্য আরও একটি নতুন বিমান পথ খুলে যেতে চলেছে।

কোচবিহার বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান পরিষেবা শুরু হয়েছে এই বছর। কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু হয়েছে কলকাতা ও উড়িষ্যাতে। এরই মধ্যে খবর আসছে উত্তরবঙ্গের আরও একটি জেলা মালদাতে (Malda) শুরু হবে বিমান পরিষেবা। সূত্র মারফত খবর দ্রুত মালদা থেকে বিমান পরিষেবা শুরু হয়ে যাবে।

একটি সংস্থা মালদা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বিমান ওড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যেই ওই সংস্থার কর্মকর্তারা মালদা বিমানবন্দর পরিদর্শন করেছেন। তারা বিমানবন্দরের অবস্থা, পরিস্থিতি ও যান্ত্রিক সবকিছু খতিয়ে দেখেন। ওই সংস্থার পক্ষ থেকে নয় সিটের ছোট্ট একটি ফ্লাইট ওড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজ্য পরিবহন দপ্তর এবং অসামরিক বিমান পরিবহন দপ্তরের সাথে ওই সংস্থার চূড়ান্ত কথাবার্তার পরই এই ব্যাপারে সবকিছু নিশ্চিত হবে। তবে, এখনও পর্যন্ত চূড়ান্ত নিশ্চিত না হলেও আমজনতা আশার আলো দেখতে শুরু করেছেন। আর এই নয়া পরিষেবার ফলে বঙ্গবাসীর লাভই হবে।

malda airport no maintenance people demand to start service abk nine

জানা যাচ্ছে বিমান পরিষেবা (Flight Service) শুরু হলে মালদা থেকে কলকাতা ও কলকাতা থেকে মালদা পর্যন্ত বিমান ভাড়া হতে পারে তিন থেকে চার হাজার টাকা। মাত্র ১ ঘন্টায় কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে মালদা। যদিও রানওয়ে সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে মালদা বিমানবন্দরে। সম্পূর্ণভাবে প্রস্তুত হতে আরো কিছুটা সময় লাগতে পারে বলে সূত্রের খবর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর