কাল থেকেই ব্যাবসা করতে পারবে Amazon, flipkart, কিন্তু এই শর্তে

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে ইতিমধ্যেই চলছে দ্বিতীয় দফার লকডাউন। এরই মধ্যে ফ্লিপকার্ট(flipkart), অ্যামাজন(amazon) এবং পেটিএম মলের মতো অনলাইন খুচরা সংস্থাগুলি 20 এপ্রিলের পরে তাদের ব্যবসা চালু করবার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু সরকার থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্যকিছু বিক্রি করা যাবে না।

amazon flipkart 2
এই ধরনের পরিষেবা বন্ধ থাকায় অসুবিধা হচ্ছিল সাধারণ মানুষের যার জেরেই ২০ এপ্রিলের পর এই পরিষেবায় ছাড় দেওয়ার কথা ঘোষনা করেছেন। এর আগে অবশ্য মোবাইল ফোন, টিভি, রেফ্রিজারেটারের মতো বিভিন্ন পণ্য সামগ্রী (Non-Essential Goods) ই-কমার্স সংস্থাগুলিকে লকডাউনের মধ্যে হটস্পট নয়, এমন জায়গাগুলিতে বিক্রি করার অনুমতি দিয়েছিল কেন্দ্র । তবে এবার স্পষ্ট করে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছু বিক্রি করা যাবে না বলে জানা হয়েছে।

দ্বিতীয় দফার লকডাউন এর শুরুতেই প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০ এপ্রিলের পর থেকে স্বাভাবিক হবে কিছু কিছু অঞ্চলের পরিষেবা। সেই ঘোষনার পর থেকেই আবার ব্যাবসা চালুর তোর জোর শুরু করে ই কমার্স সাইটগুলি। কিন্তু রবিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারির পর তেমনটা আপাতত আর হচ্ছে না

প্রসঙ্গত, লকডাউনের মধ্যেও ভারতে (India) বেড়েই চলেছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। এখনও অবধি আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা ৫২১। এর মধ্যে আবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রালয় থেকে জানানো হয়েছে, আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। তবে আগামী দিনে ভারতের ভবিষ্যৎ কি হবে, তা আগামী ৫-৭ দিনের মধ্যেই নির্ভর করেছে বলে জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIMS) -এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া।

সম্পর্কিত খবর