হরিণঘাটায় ফ্লিপকার্টের সবচেয়ে বড় ওয়্যারহাউস, উদ্বোধন করলেন মমতা

বাংলাহান্ট ডেস্ক : এবার হরিণঘাটায় দেশের মধ্যে ফ্লিপকার্টের সবচেয়ে বড় ওয়্যারহাউসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এই প্যাকিং কেন্দ্রটির ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

ওই ওয়্যার হাউসটি তৈরির ফলে রাজ্যে প্রায় ১১ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। একই সঙ্গে সে সমস্ত বিক্রেতারা ফ্লিপকার্টের প্ল্যাটফর্মকে ব্যবহার করে জিনিসপত্র বিক্রি করেন সেরকম ২০ হাজারেরও বেশি বিক্রেতা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য পাবেন ওই ওয়্যার হাউস থেকে। কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটারের দূরত্বেই ১০০ একর জমির উপর তৈরি হওয়া সংস্থার এই ফুলফিলমেন্ট সেন্টার যে বাংলায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নতিতে প্রভূত উন্নতি সাধনে সাহায্য করবে তেমনটাই মনে করা হচ্ছে।

২০১৯ সালে এই ওয়্যার হাউস এর কাজ শুরু করে ফ্লিপকার্ট। ২০২১ এর অক্টোবর নাগাদই শেষ হয়ে গিয়েছিল নির্মাণের কাজ। এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সংস্থার সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি বলেন, ‘প্রত্যেক ভারতীয়কে সংযুক্ত করার ক্ষমতা রয়েছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের। ক্রেতা-বিক্রেতা, শিল্পী থেকে কৃষক সম্প্রদায়, সবাইকে একত্রে করার ক্ষমতা রয়েছে এর।’ এর আগেও হাওড়ার আমতায় তাদের মুদিখানা একটি ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করেছিল সংস্থা।

অনুষ্ঠানের উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের কাছে গর্বের বিষয় যে, ফ্লিপকার্ট ভারতের সবচেয়ে বড় ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করল এখানেই। শিল্পের পরিবেশের জন্য উদ্যোগপতিদের কাছে বাংলা এখন সেরা জায়গা।’

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর