অজয় নদের বাঁধ ভাঙা জলে ভেসে গেল বীরভূমের গ্রামের পর গ্রাম, প্রাণহানির আশঙ্কা বহুজনের

বাংলাহান্ট ডেস্কঃ নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন বহু এলাকায়। বাঁধের জল বইছে বিপদ সীমার উপর দিয়ে। এই বিপদের মধ্যে আবার অজয় নদের (ajay river) বাঁধ ভেঙে ভেসে গেল গ্রামের পর গ্রাম। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার বহু অংশ চলে গিয়েছে জলের তলায়। আতঙ্কিত গ্রামবাসী, রয়েছে প্রাণহানির আশঙ্কাও।

পরিস্থিতির অবন্নতি হওয়ার পর, শুক্রবার সকালে নানুরের থুপসরা পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামের কাছের অজয় নদের বাঁধ ভেঙে যায়। যার জেরে প্রবল বিপত্তি দেখা যায়। জলের তোড়ে ভোসে যায় বীরভূমের (Birbhum) নানুর, ইলামবাজার, সুন্দরপুর গ্রাম। এরপর আবার মঙ্গলকোটের কোঁয়ারপুর, মালিয়ারা ও গণপুর গ্রামের কাছে এবং আউশগ্রামের (Aushgram) সাঁতলাতে অজয় নদের বাঁধ ভেঙে যাওয়ায় হু হু করে জল ঢুকতে থাকে গ্রামে।

2 0

বাঁকুড়া, পাত্রসায়ের, সোনামুখী, আরামবাগ, গোঘাট সহ একাধিক এলাকায় বিদ্যুৎগতিতে জল ঢুকছে। জলের তীব্র স্রোতে ঘর বাড়ি থেকে শুরু করে মানুষেরও ভেসে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। সুন্দরপুরের প্রায় প্রায় ১২০ টি পরিবারের মাটির বাড়ির বেশিরভাগই ভেঙে পড়েছে।

capture 49

বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভেসে গিয়েছে প্রায়  ১৮- ২০ টি গ্রাম। উদ্ধারকার্যে নামানো হয়েছে সেনাবাহিনীও। ফুঁসছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর নদীও। এই পরিস্থিতিতে আবার ডিভিসি জল ছাড়ার ফলে মানুষ আরও বিপদে পড়েছে। ঘর বাড়ি হারিয়ে কেউ আশ্রয় নিয়েছে উঁচু বাঁধে, আবার কেউ ত্রাণ শিবিরে। তবে জানা গিয়েছে, পরিস্থিতি এতোটাই ভয়াবহ হয়ে পড়েছে যে, উদ্ধারকার্যে সেনা বাহিনী সাহায্য করলেও, প্রশাসনের কেউ এখনও সেসব জায়গায় পৌঁছাতে পারেনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর