পরের বার থেকে আমুল বদলে যাবে ফুটবল বিশ্বকাপ, নিশ্চিত করেছে FIFA

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপেই শেষবার ৩২ দলকে নিয়ে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে। এরপরে ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে অংশগ্রহণ করবে ৪৮টি দেশ। প্রতিযোগিতার ম্যাচ সংখ্যা বাড়বে অনেকটাই। তবে এটিক একমাত্র বড় বদল নয়। সবচেয়ে বড় বদল যেটা সেটি হল পরের বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বের ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হওয়ার উপায় থাকছে না। কারণ গ্রূপপর্ব থেকেই শুরু হবে পেনাল্টি শুট আউট।

সেই সঙ্গে উত্তর আমেরিকায় আয়োজিত হতে চলা পরবর্তী বিশ্বকাপে আর ৮ গ্রূপের ঝামেলা থাকছে না। পরেরবার থেকে অংশগ্রহণকারী ৪৮টি দলকে তিন দলের মোট ১৬টি গ্রুপে ভাগ করা হবে। ফিফা সকল দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করে হয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে।

বর্তমান নিয়মে ১৬ দলকে নিয়ে নকআউট পর্ব শুরু হয়। কিন্তু পরের বিশ্বকাপে ফরম্যাট বদলালে ২৪টি দল নকআউট রাউন্ডে যোগ্যতা অর্জন করবে। যার জন্য আলাদা নিয়মের একটি নকআউট পর্বের আয়োজন করতে হবে।

গ্রুপপর্বে পেনাল্টি শ‍্যুটআউটের পক্ষে ভোট দিয়েছেন ফিফার মুখ্য টেকনিক্যাল আধিকারিক এবং প্রাক্তন ডাচ কিংবদন্তি মার্কো ভ্যান বাস্তেন। তার মতে তিন দলের গ্রুপ হলে ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আয়োজন করা হলে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে পারবে। অনেক অপ্রয়োজনীয় হিসাবের সমস্যাও মিটবে এই পদ্ধতিতে।

সম্প্রতি বিশ্বকাপ চলাকালীন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই পদ্ধতির স্বপক্ষে বলেছেন, “মানুষ যাতে খেলাটা দেখে আনন্দ পায়, তার জন্য বিভিন্ন উপায় খুঁজে বার করতে হবে। বিশ্বকাপকে  সকলের কাছে আরও মনোরঞ্জনের মাধ্যম হিসাবে দেখতে চাই।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর