বিরাটদের সমর্থনে এইবার ফুটবল বিশ্বকাপ জয়ী তারকা !

 

বাংলা hunt ডেস্ক : এর আগে আমরা দেখেছিলাম ইংল্যান্ডের বিশ্বকাপার হ‍্যারি কেনের সাথে বিরাট কোহলির ছবি।এরপর সম্প্রতি একটি ভিডিও বার্তার মধ্যে দিয়ে বিরাটকে বিশ্বকাপে দারুন কিছু করার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে ছিলো তারকা ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ।এরপর আজ বিরাটদের সমর্থনে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে বিরাটদের বিশ্বকাপে ভালো কিছু করার জন্য আগাম শুভেচ্ছা জানালো ২০১৪ সালের জার্মানির বিশ্বকাপ জয়ী দলের অন‍্যতম সদস্য টমাস মুলার।

 

প্রসঙ্গত, সম্প্রতি বিরাটকে দেখা গেছিলো প্রাক্টিসে বোলিং করতে, এরপর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে তৈরী হয়েছিল বিরাট এক জল্পনা।যে বিশ্বকাপের প্রথম ম‍্যাচ থেকেই হয়তো দলের স্বার্থে বোলিং করতে দেখা হতে পারে।

f119b img 20190603 wa0037

আগামী ৫ ইমে , সাউথ আফ্রিকার বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।ইতিমধ্যে পর পর দুই ম‍্যাচ হেরে বিরাটদের বিপক্ষে খানিকটা ব‍্যাকফুটে শুরু করবে ডু প্লেসিসরা।


সম্পর্কিত খবর