তুরস্কের ভূমিকম্পের শিকার হয়ে মৃত্যু ঘানার হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলারের! শোকের ছায়া ফুটবলবিশ্বে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তুরস্কে ঘটে যাওয়া মারাত্মক ভূমিকম্পের (Turkish Earthquake) ব্যাপারে সকলেই অবহিত হয়েছেন। কয়েক সপ্তাহ আগে ঘটে যাওয়া সেই ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের যে ভিডিওগুলি এখনও অবধি প্রকাশ্যে এসেছে, তা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই তুরস্কের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বহু দেশ। এমনকি ভারত থেকেও বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে উদ্ধার কার্যে সহায়তার জন্য। প্রায় ১০০ বছর পর এমন ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হয়েছে দেশটি। ভূমিকম্পে মারা গেছেন কয়েক হাজার মানুষ। তাদের মধ্যে একজন হলেন ঘানার (Ghana) তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান আৎসু (Christian Atsu)।

ঘানার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং প্রাক্তন নিউক্যাসল তারকা ক্রিশ্চিয়ান আৎসুর মৃতদেহ তুরস্কে তার নিজের বাসভবনের ধ্বংসাবশেষের মধ্যে পাওয়া গিয়েছে। স্থানীয় মিডিয়া শনিবার তার এজেন্ট নিজে এই তথ্য জানিয়েছে। তুরস্কে উপস্থিত তার এজেন্ট মুরাত উজুনমেহমেত শনিবার জানিয়েছেন যে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে একটি বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের নীচে ঘানার এই ফুটবলারের মৃতদেহ পাওয়া গেছে।

christian atsu

তার এজেন্ট সংবাদ সংস্থাগুলিকে জানিয়েছে, “আৎসুর প্রাণহীন দেহটি ধ্বংসস্তূপের নীচে পাওয়া গিয়েছে। বর্তমানে তার আরও সম্পত্তিগুলি বের করা হচ্ছে। তার ফোনটিও উদ্ধার করা গিয়েছে।” তুরস্কে ধ্বংসস্তূপে পরিণত হওয়া হাজার হাজার কাঠামোর মধ্যে বহুতল অ্যাপার্টমেন্ট ভবনগুলির ধ্বংসাবশেষ বর্তমানে বহু মানুষের প্রাণহীন দেহে পূর্ণ। তিনি মারা যাওয়ার আগে ওই সময় তুরস্কের ক্লাব হাতায়স্পোরের হয়ে খেলতেন। ভূমিকম্প আসার কয়েক ঘণ্টা আগে তার তুরস্ক ছাড়ার কথা ছিল। তো ৫ই ফেব্রুয়ারি পরিবর্তন ফুটবলার হিসেবে মাঠে নেমে গোল করে নিজের দলকে জেতানোর আনন্দে তিনি ওই দেশ ছাড়েননি।

কিছুদিন আগে হাতায়স্পোরের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছিলেন যে ওই তারকা ফুটবলার কে আহত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা গিয়েছে। কিন্তু পরে জানা যায় যে সেটি ফেক নিউজ। ঘানার তারকা ফুটবলারের এজেন্ট তারপর নিজে টুইট করে জানিয়েছেন, “আমি খুব খারাপ মন নিয়ে সমস্ত শুভাকাঙ্ক্ষীদের জন্য ঘোষণা করতে চাই যে দুঃখজনকভাবে ক্রিশ্চিয়ান আৎসুর প্রাণহীন দেহ আজকে সকালে উদ্ধার করা হয়েছে। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা রইলো। আমি চাই এই কঠিন সময়ে সকলে দয়া করে তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করবে।”

আৎসু ঘানার হয়ে বিশ্বকাপও খেলেছেন ২০১৪ সালে। মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, টিম হাওয়ার্ডের মার্কিন যুক্তরাষ্ট্র, ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির বিরুদ্ধেও। দীর্ঘদিন ধরেই ইউরোপিয়ান ফুটবল খেলেছেন তিনি। ইপিএলের চেলসি, নিউক্যাসেল বোর্নমাউথের মতন ক্লাবে খেলার পাশাপাশি ইউয়েফা ইউরোপা লিগেও মাঠে নেমেছেন এই তারকা ফুটবলার। তার এই রকম প্রয়াণে শোকগ্রস্ত গোটা ফুটবল দুনিয়া।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর