পঞ্চায়েত দখল নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার কোচবিহার

বাংলা হান্ট ডেস্ক : জগদ্দলের পর এবার আবারও এক পঞ্চায়েত অফিস দখল ঘিরে উত্তজনা ছড়াল রাজ্যে। এবার স্থান কোচবিহারের রামপুর। পঞ্চায়েত দখলকে ঘিরে বিজেপি ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হল এলাকার পরিস্থিতি। রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত লোকসভা নির্বাচনের পর দখল করে নেয় বিজেপি। কিন্তুআগে যেহেতু সেটি তৃণমূলের ছিল তাই তৃণমূল সদস্যরা দল পাল্টে সেখানে গেরুয়া শিবিরে নাম লেখায়। তবে হাতছাড়া হতেই তৃণমূল সদস্যরা পঞ্চায়েত দখল নিয়ে ঝামেলা শুরু করে।106549 466375 tmcbjp04.06.16

যারা বিজেপিতে গিয়েছিলেন তাঁরা আবারও তৃণমূলে ফিরে আসেন। এরপর দলে আসা তৃণমূল কর্মীদের নিয়ে শুক্রবার পঞ্চায়েত অফিস দখল করতে যায় তৃণমূল নেতৃত্বরা। বিজেপি বাধা দিতে এলে দু পক্ষের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়। এবং বচসার জেরে হাতাহাতি ও সংঘর্ষ হয় একপ্রকার। চলে বোমাবাজি ও ইঁটবৃষ্টি। পে ঘটনাস্থলে পুলিশ এসে টায়ার জ্বালিয়ে তাণ্ডব থামানোর চেষাট করে, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। যদিও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। কিন্তু এভাবে অশান্তি ছড়ানোর ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী।

মাত্র কয়েকদিন আগেই এই পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল জগদ্দল। ব্যারাকপুরের বিধায়ক অর্জুন সিংকে মারধরের অভিযোগ উঠেছিল তণৃমূলের বিরুদ্ধে এবং সিপি মনোজ ভার্মার বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। যদিও পরিস্থিতি এখনও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

সম্পর্কিত খবর