উদ্বাস্তুদের জমির মালিকানা দেওয়া হবে, মুখ্যমন্ত্রীর ঘোষণাকে ফাঁকা আওয়াজ বলে কটাক্ষ রাহুল সিনহার

বাংলা হান্ট ডেস্ক :কেন্দ্রীয় সরকারের বা বেসরকারি জমিতে যাঁরা উদ্বাস্তু রয়েছেন তাঁদের মালিকানার শর্ত দেওয়া হবে, সোমবার নবান্নের একটি বৈঠক থেকে এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার মুখ্যমন্ত্রীর জমির মালিকানা সত্ত্ব দেওয়াকে রীতিমতো কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা।784583 rahul sinha

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ঘোষণার পর কড়া সমালোচনা করে বিজেপির সম্পাদক রাহুল সিনহা মুখ্যমন্ত্রী এনআরসিতে ভয় পেয়ে গিয়েছেন তাই উদ্বাস্তুদের জমি দেবেন, বলেন। একই সঙ্গে এই সব কিছু নাটক ও ফাঁকা আওয়াজ বলেও কটাক্ষ করেন রাহুল সিনহা। পাশাপাশি এসব করেও কিছু লাভ হবে না বলেন রাহুল।

উল্লেখ সোমবার নবান্নের বৈঠক থেকে, শুধুমাত্র উদ্বাস্তুদের নিয়ে বুলবুল সরে বিপর্যস্ত বাস্তুহারাদের সরকার জমি দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন তিনি 1971 সালের প্রসঙ্গ টেনে বাড়ি আর জমির মধ্যে ছাড়া এখনও অবধি ঝুলন্ত অবস্থায় রয়েছেন তাঁদের অধিকার আছে বলে জানান।                                                                                                                                                                                                                                                  উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি দেশের এনআরসি চালু করার ব্যাপারে ইঙ্গিত প্রকাশ করেছেন, যদিও শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই নন বিজেপির তরফে নেতানেত্রী এবং সাংসদরা এর আগে অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে এন আর সি চালু করার ব্যাপারে সরাসরি ঘোষণা করেছিলেন। যদিও রাজ্যে এনআরসি কোনও মতেই চালু করা যাবে না বলে প্রতিবাদে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত খবর