সিপিএমের জাতীয় নাগরিক পঞ্জি বিরোধী সভায় সামিল হলেন তৃণমূলের ব্লক নেতা, জোর জল্পনা জেলা স্তরে

বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইন ও নাগরিক পঞ্জির বিরোধিতা করেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক হওয়ার বার্তা দিয়েছেন। এমনকি কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে তাঁর বৈঠকও সারা হয়ে গিয়েছে । কিন্তু এরই মধ্যে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা, নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদে যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলি বিক্ষোভ মিছিল এবং পদযাত্রা করেছে তাও এক কথায় নজিরবিহীন বলা চলে। তবে এ বার সিপিএমের এন আর সি বিরোধী পথসভায় বক্তব্য রেখে বিতর্কের শিরোনামে উঠে এলেন কোতুলপুরের ব্লক তৃণমূল সভাপতি প্রবীর গড়াই।

সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তৃতার ভিডিও ভাইরাল হতেই অনেকটা হলেও অস্বস্তিতে পড়েছে তৃণমূল। ওই ভিডিওতে দেখা গেছে মঙ্গলবার সন্ধ্যায় কোতুলপুরের একটি প্রান্তে সিপিএম এর আর সি বিরোধী পথসভা করেছে। সেখানেই দলের হেভিওয়েট কিছু নেতৃত্বরা উপস্থিত ছিলেন, আর সেখানেই হঠাত্ করে চমকে দিয়ে উপস্থিত হন প্রবীর গড়াই শুধু উপস্থিত হওয়াই নয় স্লোগান তুলে বক্তৃতাও দেন। লাল কে কেন ভয়? বলে এক প্রকার গান গেয়ে ওঠেন তিনি।cpm flag 1574875801

যদিও এ সবের পিছনে কোনও ভুল দেখছেন না তিনি বরং লাল রং তাঁর সব থেকে প্রিয় রং বলে সাফাই গেয়েছেন। কিন্তু জেলা স্তরের তৃণমূল প্রবীরবাবুর এই হঠকারী সিদ্ধান্তকে কোনও ভাবেই মেনে নিতে পারছে না। ই তো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানোর হুমকিও দিয়েছেন বিষ্ণুপুরের সাংগঠনিক সভাপতি শ্যামল সাঁতরা।

কিন্তু তাতেও দমে যেতে নারাজ প্রবীর গড়াই,তবে প্রবীরবাবুর সাফ যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিউনিস্ট তত্ত্বে বিশ্বাসী বলে জানান একই সঙ্গে যাঁরা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে তারাই তার মন্তব্যকে ভুল ব্যাখ্যা করবে বলে মন্তব্য করেছেন। পাশাপাশি দল তাড়িয়ে দিলে তাঁর এতটুকু ভয় নেই বলেও জানান তিনি। তবে রবিবাবুর সিপিএমের হয়ে বক্তব্য দেওয়া যে খানিকটা হলেও রাজ্যের শাসক শিবিরে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে তা নিশ্চিত।

সম্পর্কিত খবর