ব্রেকিং- রাজীবের গ্রেফতারিতে স্থগিতাদেশ তুলে নিল উচ্চ আদালত, গ্রেফতারিতে বাধা নেই সিবিআইয়ের

সারদা কাণ্ডে অভিযুক্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির উপর অবশেষে স্থগিতাদেশ তুলে নিল কলকাতা উচ্চ আদালত৷ আর রাজীব মামলায় কোনও বাধা রইল না সিবিআই এর৷ এখন যে কোনও সময় রাজীব কুমারকে গ্রেফতার করতে পারেন সিবিআই আধিকারিকরা৷ শুক্রবার হাইকোর্টের বিচারপতি মধুমতি মিত্রর এজলাসে রায়দানের এমনটাই জানানো হয়েছে উচ্চ আদালতের তরফ থেকে৷

সারদা মামলার তথ্য সরানোর অভিযোগে এর আগে বার বার সিবিআই তলব করেছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল কে৷ কিন্তু নানা অজুহাতে তিনি তলব এড়িয়ে যেতেন৷ চলতি বছরেই রাজীব কুমারের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করতে চান সিবিআই আধিকারিকরা৷ যদিও তাঁর গ্রেফতারিতে বারবার বাধা এসেছে৷ তাই শেষ অবধি সিবিআইয়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন রাজীব কুমার৷ কিন্তু সেই চ্যালেঞ্জ ও ধোপে টিকল না৷ মাত্র কয়েক দিন আগে রাজীব কুমার মামলার শুনানি শেষ হয়েছে৷

শুক্রবার আদালতে রাজীব কুমার পক্ষের আইনজীবী বারবার সারদা কেলেঙ্কারির জন্য তাঁর মক্কেলের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন৷ কিন্তু অন্য দিকে সিবিআইয়ের আইনজীবী দাবি করেনসারদা কেলেঙ্কারির তদন্তের জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে সিট গঠন করা হয়েছিল তার প্রধান দায়িত্বে ছিলেন রাজীব কুমার এবং দায়িত্বে থাকাকালীন সারদার বহু তথ্য এবং নথি সরিয়েছেন এবং তদন্তে অসহযোগিতা করেছেন৷ তবে তদন্তে সহযোগিতা করা কখনওই সম্মান হানিকর নয় এমনটাই বলেছেন বিচারপতি৷

এবং দু পক্ষের আইনজীবীর সমস্ত সওয়াল শুনে অবশেষে শুক্রবার রাজীব কুমার মামলায় রক্ষা কবজ তুলে নেয় হাইকোর্ট৷ তবে রাজীব কুমারের মতো একজন আইপিএস অফিসারের গ্রেফতারিতে এখনই তাড়াহুড়ো করতে চাইছে না সিবিআই৷ তদন্ত এগিয়ে নিয়ে যেতেই আবারও তাঁকে তলব করা হতে পারে বলে খবর৷ কিন্তু এর পর তলবে হাজিরা না দিলে সে ক্ষেত্রে তাঁর গ্রেফতারি একেবারে নিশ্চিত৷ জানিয়েছেন সিবিআই আধিকারিকরা৷

সম্পর্কিত খবর