চিকিৎসার জন্য এখনো ভিন রাজ্যে, ফের ED-র জেরা এড়ালেন অনুব্রত কন্যা

বাংলাহান্ট ডেস্ক : বন্ধুর মায়ের অসুস্থতার কারণে এই মুহূর্তে সুকন্যা মণ্ডল রয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে। তাই দিল্লিতে ইডি অফিসে হাজিরা দিতে পারলেন না অনুব্রত কন্যা। বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল গত আগস্ট মাসে সিবিআই এর হাতে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এখনো পর্যন্ত তিনি রয়েছেন সিবিআই হেফাজতে। গ্রেপ্তারির পর তার নামে ও বেনামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তির হিসাব মেলাচ্ছেন তদন্তকারীরা।

কেন্দ্রীয় গোয়েন্দা সম্পত্তির হদিশ করতে গিয়ে জানতে পেরেছেন যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্ডলের নামেও রয়েছে পাহাড় সমান সম্পত্তি। সিবিআই সুকন্যা মণ্ডলের চারটি সংস্থায় বিপুল পরিমাণ সম্পত্তির হদিস পেয়েছেন। তার এএনএম অ্যাগ্রোকেম ফুডস কোম্পানির অস্বাভাবিক সম্পত্তির বিষয়ে ইতিমধ্যেই সিবিআই অফিসারেরা সুকন্যার কাছে হিসাব চেয়ে পাঠিয়েছেন। এছাড়াও তাকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

গোয়েন্দা সংস্থা তদন্ত করে জানতে পেরেছে, অনুব্রত মণ্ডলের ২০১৩-১৪ সালে বার্ষিক আয় ছিল ৫ লক্ষ ৩৩ হাজার ৩৭ টাকা। এর পরবর্তী বছর গুলি থেকে অস্বাভাবিক হারে তার আয় বাড়তে শুরু করেছে। অনুব্রতর ১ কোটি ১ লক্ষ ৩ হাজার ৬৬৪ টাকা আয় হয়েছে শুধুমাত্র ২০২১-২২ সালে। তার কন্যার ২০১৩-১৪ সালে আয় ছিল ৩ লক্ষ ৯ হাজার ৩৯৯ টাকা। ২০২১-২২ সালে সেই আয় বেড়ে হয়েছে ৯২ লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা।

sukanya

কন্যা সুকন্যা ছাড়াও অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী শুভ্রা মণ্ডলের নামেও রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। এত কম সময়ের মধ্যে পুরো পরিবার কিভাবে এত কোটি কোটি টাকার মালিক হল সেই বিষয়টি ভাবনা বাড়িয়েছে তদন্তকারীদের। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সিবিআই ডেকে পাঠিয়েছিল সুকন্যা মণ্ডলকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর