আবারও ভারতে ফিরছে Ford, এই জনপ্রিয় গাড়ির মাধ্যমে হবে আত্মপ্রকাশ! জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকান অটোমেকার ফোর্ড মোটরস (Ford Motors) দু’বছর আগে ভারত (India) ছাড়লেও ফের দেশে ফিরে আসতে পারে। ফোর্বস ইন্ডিয়ার মতে, কোম্পানিটি পূর্বে চেন্নাইতে স্থিত তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি বিক্রি করার পরিকল্পনা সত্ত্বেও পরে সেটি ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে ফের জল্পনা শুরু হয়েছে। এমতাবস্থায়, যেহেতু চেন্নাই প্ল্যান্ট বিক্রি হচ্ছে না, তাই ফোর্ডের পক্ষে কাজ পুনরায় শুরু করা সহজ হবে। মারাইমালাই নগরে অবস্থিত ওই প্ল্যান্টের প্রতি বছর ২,০০,০০০ যানবাহন এবং ৩,৪০,০০০ ইঞ্জিন উৎপাদন করার ক্ষমতা রয়েছে।

আরও জানা গিয়েছে যে, Ford তার জনপ্রিয় SUV ফের ভারতে আনতে পারে। এদিকে, ফোর্ড ইন্ডিয়ার পূর্ব নির্দেশক বিনয় পিপারসানিয়া জানিয়েছেন, “বর্তমান সিইও, জিম ফার্লির অধীনে, বিশ্বব্যাপী ফোর্ড তার কোর সেগমেন্টগুলির বৈদুতিকরণ এবং ডিজিটাল রূপান্তরের দিকে মনোনিবেশ করছে। যার মধ্যে রয়েছে ট্রাক, এসইউভি, বাণিজ্যিক যান এবং পারফরম্যান্স কার।”

Ford is coming back to India again

পাশাপাশি, চেন্নাই প্ল্যান্টটি ফোর্ডকে ভারতে Toyota-র Fortuner-কে প্রতিযোগিতার মুখে ফেলে Endeavour-এর উৎপাদন পুনরায় শুরু করার ক্ষেত্রে সাহায্য করবে। উল্লেখ্য যে, নতুন Endeavour রেঞ্জার পিকআপের প্ল্যাটফর্মে একটি মজবুত ল্যাডার-ফ্রেম আর্কিটেকচারের সাথে তৈরি করা হয়েছে। পাশাপাশি, পূর্বের তুলনায় এই SUV-তে একাধিক ফিচার্স যুক্ত হয়েছে।

আরও পড়ুন: এবার আর হবে না দুর্ঘটনা! পরীক্ষণ সফল হল স্বদেশী ‘কবচ’ সিস্টেমের, খুশির খবর শোনাল রেল

এমতাবস্থায়, মার্কেট বিশেষজ্ঞদের একাংশ ভারতের বাজারে ফোর্ডের পুনঃপ্রবেশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই প্রসঙ্গে মার্কেট রিসার্চ ফার্ম এসএন্ডপি গ্লোবাল মোবিলিটির ডাইরেক্টর ফর অটোমেটিভ ফোরকাস্টিং পুনিত গুপ্তা জানিয়েছেন, “ফোর্ড দেশে অর্থনৈতিক এবং প্রতিযোগিতামূলক গাড়ি তৈরির জন্য ভারতকে একটি ভিত্তি হিসাবে তৈরি করেছিল এবং ভারত থেকে গাড়ি রপ্তানিও করেছিল। কিন্তু রাতারাতি সেগুলি চলে যেতে দেখা দুর্ভাগ্যজনক ছিল। এমতাবস্থায়, গ্রাহক, সাপ্লায়ার এবং ডিলারদের কাছ থেকে আত্মবিশ্বাস ও আস্থা ফিরে পাওয়া অবশ্যই কঠিন কাজ।”

আরও পড়ুন: জ্বলে পুড়ে মরছে চিন! তাইওয়ানের সংস্থার CEO-কে ভারতে চিপ তৈরির জন্য পদ্মভূষণ মোদী সরকারের

যদিও, ফোর্ডের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। ভারতীয় বংশোদ্ভূত কুমার গলহোত্রা ফোর্ডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসাবে দায়িত্ব নেওয়ার পরে এই জল্পনা শুরু হয়েছিল। উল্লেখ্য যে, ফোর্ড ভারতে ১৯৯৬ সালে চালু হওয়া সেডান ফোর্ড এসকর্ট দিয়ে সফর শুরু করে। যদিও মডেলটি ২০২১ সালে বন্ধ করা হয়েছিল। এই কোম্পানিটির Ikon, Figo এবং EcoSport-এর মতো মডেলগুলি তুমুল জনপ্রিয় হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর