বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার, খুশির হাওয়া গেরুয়া শিবিরে

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) প্রাক্তন খেলোয়াড় তথা অলরাউন্ডার দীনেশ মোঙ্গিয়া (Dinesh Mongia) আজ (মঙ্গলবার) ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya Janata Party) যোগ দিচ্ছেন। ক্রিকেটের পর রাজনীতির পিচে বিজেপির হয়ে ব্যাট করবেন দীনেশ মোঙ্গিয়া।

আমরা আপনাকে বলে দিই যে, দীনেশ মোঙ্গিয়া ১৭ সেপ্টেম্বর ২০১৯-এ সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। টিম ইন্ডিয়াতে অলরাউন্ডারের ভূমিকায় নির্বাচিত হন দিনেশ মঙ্গিয়া। দীনেশ মোঙ্গিয়া ছিলেন একজন বাঁহাতি ব্যাটসম্যান এবং স্পিন বোলার।

বলে দিই, ২০০৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন দিনেশ মোঙ্গিয়া। দীনেশ মোঙ্গিয়া প্রায় ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় দিনেশ মোঙ্গিয়ার। দীনেশ মোঙ্গিয়া 2001 সালে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর